সংবাদদাতা, কাটোয়া : কল্পিত আততায়ীর আক্রমণ থেকে বাঁচতে মাঝরাতে ঘুম ভেঙে বাড়ি লাগোয়া পুকুরে ঝাঁপ দিয়েছিলেন পঞ্চাশোর্ধ্ব সন্দীপ চক্রবর্তী। তাতেও কালনা (Kalna) ঘটকপাড়ার সন্দীপের আতঙ্ক যায়নি। সাঁতরে পাড়ে উঠে একছুটে হাজির হন কালনা স্টেডিয়ামে (Kalna Stadium)। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পান না। শেষমেশ আটদিন বাদে স্টেডিয়ামের দোতলার একটি বন্ধ ঘর থেকে উদ্ধার করা হল তাঁকে। আপাতত কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল থেকে সন্দীপ জানান, ঘরে পাইপে আসা ট্যাঙ্কের জল (Water) খেয়ে বেঁচেছিলেন। জানালেন, সেদিন মনে হয়েছিল, কেউ যেন তাড়া করছে। তাতেই পুকুরে ঝাঁপ দিই। কোনওরকমে সাঁতরে পাড়ে উঠে কালনা স্টেডিয়ামের একটি ঘরে আশ্রয় নিই। আওয়াজ করলে যদি মেরে ফেলে তাই পেটে গামছা বেঁধে টুঁ শব্দটি না করে ছিলাম। চিকিৎসকদের মতে, ওঁর মানসিক চিকিৎসা দরকার। সম্ভবত, উনি মানসিক সমস্যা থেকেই কেউ ওঁকে আক্রমণ করতে চেষ্টা করছে এমনটা ভেবেছিলেন। হ্যালুসিনেশন হলে অনেকে এমনটাই মনে করেন। সন্দীপবাবুর স্ত্রী নন্দিতা চক্রবর্তী জানান, ‘‘ভেবেছিলাম, উনি জলে ডুবে গিয়েছেন। অনেক খোঁজাখুঁজি করেছি। পাইনি। পুলিশকে জানিয়েছিলাম, তারাও অনেক খুঁজেছে। পাওয়া যায়নি। অবশেষে ওঁকে যে ফিরে পেলাম, এটাই অনেক।’’
আরও পড়ুন-কোর্টের নির্দেশে পর্ষদ অফিস চত্বরে ১৪৪ ধারা জারি, পুলিশের অনুরোধ না রাখায় সরান হল ধরনাকারীদের