প্রতিবেদন : গর্ভপাতের সিদ্ধান্ত তিনিই নিতে পারেন বা তাঁরই নেওয়ার অধিকার রয়েছে, যিনি গর্ভধারণ করেছেন। এই ব্যাপারে অন্য কারও আপত্তি বা সিদ্ধান্ত খাটে না। এমনই রায় দিয়েছে বম্বে হাইকোর্টের বিচারপতি জি এস প্যাটেল এবং বিচারপতি এস সি দিগের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি খারিজ করে দিয়েছে মেডিক্যাল বোর্ডের রিপোর্ট। এই রায়ের পিছনে রয়েছে এক অন্তঃসত্ত্বার আর্জি। বিচারপতি প্যাটেল এবং বিচারপতি দিগের বেঞ্চকে ওই মহিলা জানান, আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা গিয়েছে তাঁর গর্ভস্থ ভ্রুণের একাধিক অস্বাভাবিকতা রয়েছে।
আরও পড়ুন-থুতু ফেলতে বিমানের জানলা খোলার আর্জি!
সন্তান ভূমিষ্ঠ হলে সে একাধিক শারীরিক সমস্যা নিয়ে জন্মাবে। পাশাপাশি থাকবে মানসিক প্রতিবন্ধকতাও। কিন্তু মেডিক্যাল বোর্ড তাঁকে জানিয়েছে, তিনি ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এই গর্ভপাতে না যাওয়াই বাঞ্ছনীয়। গত সপ্তাহে মেডিক্যাল বোর্ডের ওই রিপোর্ট খারিজ করে দেয়ে বম্বে হাইকোর্টের বিচারপতি গৌতম প্যাটেল এবং বিচারপতি এস সি দিগের ডিভিশন বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে, বিষয়টি খুবই গুরুতর। তবে ওই মহিলা কতদিনের অন্তঃসত্ত্বা, এখানে সেটা বিচার্য বিষয় নয়। গর্ভবতী সব কিছু জেনেই গর্ভপাত করাতে চাইছেন। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর রয়েছে।