গার্ডেনরিচে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল, মৃত ২, আহত ১৫, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা পুরসভার (KMC) ১৩৪ নম্বর ওয়ার্ডের গার্ডেনরিচের (Gardenreach) মোল্লাবাগান এলাকায় রবিবার মাঝরাতে হঠাৎ করেই নির্মীয়মাণ একটি বহুতল ভেঙে পড়ে

Must read

কলকাতা পুরসভার (KMC) ১৩৪ নম্বর ওয়ার্ডের গার্ডেনরিচের (Gardenreach) মোল্লাবাগান এলাকায় রবিবার মাঝরাতে হঠাৎ করেই নির্মীয়মাণ একটি বহুতল ভেঙে পড়ে। আশপাশে ছিল প্রচুর ঝুপড়ি। বহুতল সেগুলির ওপর ভেঙে পড়ে। খবর পেয়েই রাতে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল সেখানে যায়। ভগ্নস্তূপের মধ্যে থেকে খুব দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে পাঁচ জন এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। ধ্বংসস্তূপের নীচে অনেকের থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাঁদের খোঁজে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। মৃত ২জনই মহিলা। মনে করা হচ্ছে, মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়বে।

আরও পড়ুন-গিমিক আর গ্যারান্টি দিয়েই তো কেটে গেল দশটা বছর!

জানা গিয়েছে, চারতলা তৈরির পরই কাজ বন্ধ করার কথা বলা হয় বহুতলের আশপাশের ঝুপড়ির বাসিন্দাদের তরফ থেকে। কিন্তু সেই অনুরোধ রাখা হয় নি। রবিবারই ওই বহুতলের পাঁচতলার ঢালাইয়ের কাজ হয়। রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থল বেশ ঘিঞ্জি তাই দমকল এবং উদ্ধারকারী দলকে ভিতরে যেতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অবশেষে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। এনডিআরএফ ডগ স্কোয়াড থেকে ২টি কুকুর আনা হয়।

আরও পড়ুন-এবার ইডির জোড়া সমন পেলেন কেজরিওয়াল, ভোটের আগে হেনস্থার চক্রান্ত

এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লেখেন, ‘কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের গার্ডেন রিচ এলাকায় একটি নির্মাণাধীন ভবন ভেঙে পড়ার কথা জেনে আমি মর্মাহত। আমাদের মেয়র, দমকল মন্ত্রী, সচিব এবং পুলিশ কমিশনার, পুলিশের এবং দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা দুর্ঘটনাস্থলে থেকে সম্পূর্ণ বিষয়টি তদারকি করছেন। সারা রাত সেখানে ছিলেন তাঁরা। আমরা নিহতদের নিকটাত্মীয় এবং আহত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ দেব। আমরা দুস্থ পরিবারের পাশে আছি এবং উদ্ধার অভিযান চলবে।’

 

Latest article