যাত্রী সুরক্ষা তলানিতে, লাইনচ্যুত সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস

দুর্ঘটনার ফলে আহত হয়েছেন ট্রেনের বেশ কিছু যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর খবর নেই বলেই জানা গিয়েছে।

Must read

ফের ভারতীয় রেলে (Indian Railway) যাত্রী নিরাপত্তা সঙ্কটে। মাঝরাতে আবার ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। লাইনচ্যুত হল সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনের ইঞ্জিন ও চারটি কামরা হঠাৎ করেই লাইন থেকে ছিটকে পড়ে যায়। পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার ফলে আহত হয়েছেন ট্রেনের বেশ কিছু যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর খবর নেই বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন-গার্ডেনরিচে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল, মৃত ২, আহত ১৫, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, রবিবার মধ্যরাতে রাজস্থানের আজমেরের কাছে মাদার রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রাত একটা নাগাদ সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের ইঞ্জিন সহ পরপর চারটি কামরাও লাইন থেকে ছিটকে যায়। তীব্র ঝাঁকুনিতে বহু যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে আজমের স্টেশনে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন সবাই। হঠাৎ করে এভাবে তীব্র ঝাঁকুনি ও বিকট শব্দ হওয়ার ফলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অনেকের মাথা ফেটে যায়, হাতে পায়েও চোট লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরপিএফ, জিআরপি। অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ রেলের অন্যান্য শীর্ষকর্তারাও দুর্ঘটনাস্থলে পৌঁছন। রাত থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। লাইনচ্যুত কামরা ও ইঞ্জিনকে তোলার চেষ্টা করা হচ্ছে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, সেটা যদিও স্পষ্ট না।

Latest article