বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সবচেয়ে সরব তৃণমূল কংগ্রেসই। কিন্তু কর্মনাশা বন্ধ সংস্কৃতির ঘোর বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বাম ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধ সমর্থন করেনি রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষও যে কর্মনাশা বন্ধ চান না, তা বোঝা গেল স্বাভাবিক জনজীবনে। বন্ধে সচল থাকল ডুয়ার্সের চা-বলয়। কয়েকদিন ধরে বাম ট্রেড ইউনিয়নগুলো লাগাতার প্রচার চালিয়েছে বন্ধের পক্ষে।
আরও পড়ুন-কেমিক্যাল বায়োলজিতে ভয়াবহ আগুন
কিন্তু সোমবার সকাল থেকেই দেখা গেল আর পাঁচটা দিনের মতোই ডুয়ার্সের সমস্ত চা-বাগানে শ্রমিকেরা লাইন করে কাজে যাচ্ছেন। পাতা তোলা থেকে চা-বাগান পরিচর্যা চলল দিনভর। সচল থাকল চায়ের কারখানাগুলোও। চা-শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বন্ধ ব্যর্থ করতে ময়দানে নেমেছিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। রাস্তাঘাটে গাড়িঘোড়া চলেছে অন্য দিনের মতোই। সমস্ত সরকারি অফিস খোলা ছিল। বিদ্যালয়ে পঠন-পাঠনও হয়েছে স্বাভাবিকভাবে। বন্ধ নিয়ে জেলা আইএনটিটিইউসি-র সভাপতি বিনোদ মিঞ্জ বলেন, ডুয়ার্সের সমস্ত চা-বাগানে আজ স্বাভাবিকভাবে কাজ হয়েছে। মানুষ বন্ধ প্রত্যাখ্যান করেছেন।