সংবাদদাতা, দিঘা : লক্ষ্মীপুজোর একদিন আগেই লক্ষ্মীলাভ দিঘার মৎস্যজীবী তপন দাসের। লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা উঠল তাঁর ‘বিশ্বেশ্বরী’ ট্রলারের জালে। জালে ২২টি তেলিয়া ভোলা ওঠে। মাছগুলি শনিবার দিঘার মোহনা বাজারে কার্তিক বেরার আড়তে বিক্রির জন্য আনা হয়। মোট ওজন ৪২১ কেজি। বিভিন্ন সাইজের মাছগুলি বিভিন্ন দামে বিক্রি হয়।
আরও পড়ুন-আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো
দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নবকুমার পয়ড়া জানান, ‘কলকাতার এসএফটি এবং কেএমপি কোম্পানি কিনে নেয়। বিরাট দাম পাওয়া যাবে বলাই যায়।’ মাছ দেখতে ভিড় জমান দিঘায় আগত পর্যটক থেকে মৎস্য ব্যবসায়ীরা। এই মাছ বিদেশে রফতানি হয়। এই মাছ মূল্যবান, কারণ তেল, পটকা ও মাংস থেকে তৈরি হয় জীবনদায়ী ওষুধ। এতে জিঙ্ক ও আয়োডিন আছে। জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আয়োডিন গলগণ্ড প্রতিরোধ করে। এই মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদরোগ প্রতিরোধ করে। সেই কারণে এই মাছের বেশি চাহিদা।