আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো

আশ্বিনের এই পূর্ণিমারাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে এসে খোঁজ নেন, কে জেগে আছে। যে রাতে জেগে তাঁর আরাধনা করে, তার ঘরেই প্রবেশ করেন দেবী।

Must read

প্রতিবেদন : আজ, রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো। শনিবার রাত ৩/২৯/৪২ থেকে আজ রাত ২/২৫/৫ অবধি থাকছে পূর্ণিমা তিথি। ঘরে ঘরে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক স্বরূপ এই সময়ের মধ্যে হবে ধন-সম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনা। বাঙালির সেরা পার্বণ দুর্গাপুজোর রেশ শেষ হতে না হতেই কোজাগরী লক্ষ্মীপুজোর তোড়জোড় শুরু হয়ে যায়।

আরও পড়ুন-কারা যেন ভালবেসে আলো জ্বেলে ছিল

সেই রেশ ধরেই আজ সন্ধ্যায় বাংলা জুড়ে পূজিত হবেন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের কামনায় আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর এই আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় সব পরিবার। ‘কোজাগরী’ অর্থাৎ কে জেগে আছো? হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমারাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে এসে খোঁজ নেন, কে জেগে আছে। যে রাতে জেগে তাঁর আরাধনা করে, তার ঘরেই প্রবেশ করেন দেবী। জ্যোতিষীদের মতে, এই রাতটি চাঁদের ষোল ধাপে পূর্ণ। বিশ্বাস করা হয়, চাঁদ থেকে নির্গত রশ্মি অমৃতের মতো এবং এই দিনে দেবী লক্ষ্মী রাতে তীর্থযাত্রায় বের হন। তাঁকে খুশি করতেই মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মায়ের আরাধনায় মেতে ওঠে।

Latest article