প্রতিবেদন : মঙ্গলবার মুস্তাক আলি জাতীয় টি-২০’র নকআউট পর্বে অভিযান শুরু করছে বাংলা। কলকাতায় নকআউট পর্বের খেলা চলছে। সল্টলেকের ভিডিওকন অ্যাকাডেমি মাঠে মঙ্গলবার শেষ আটের লড়াইয়ে অভিমন্যু ঈশ্বরণদের প্রতিপক্ষ হিমাচল প্রদেশ।
আরও পড়ুন-সিএবি এজিএম ঋদ্ধি-সুদীপকে ফেরানোর বার্তা
ঋষি ধাওয়ানের নেতৃত্বে হিমাচলের তরুণ দল উজ্জীবিত ক্রিকেট খেলে নকআউটে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই তাদের প্রচণ্ড সমীহ করছে বাংলা। কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেছেন, ‘‘কোনও ম্যাচ সহজ নয়, কোনও প্রতিপক্ষ সহজ হয় না। আমরা মাঠে নিজেদের সেরাটা দেব। তার পর দেখা যাক, কী হয়। আমরা তৈরি দল। ছেলেরা নিজেদের অবদান রাখার জন্য মুখিয়ে আছে। সবাই উজ্জীবিত।’’ টিম কম্বিনেশনে বিশেষ যে বদল হবে না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন লক্ষ্মী। ভিডিওকন মাঠের পিচ যে খুব ভাল, সবার জন্য কিছু থাকবে, সেটাও জানিয়ে দিয়েছেন বাংলার কোচ।