হাইমাদ্রাসায় নজরকাড়া ফল হিন্দুকন্যা নিশার

বাংলায় ৯২, ইংরেজি ৮৬, অঙ্কে ৭২, ভৌতবিজ্ঞান ও পরিবেশে ৮, জীবন বিজ্ঞানে ৯০, ইতিহাসে ৮০, ভূগোলে ৭৬ ও ইসলাম পরিচয়ে ৮১

Must read

সংবাদদাতা, কাটোয়া : হিন্দু পরিবারের মেয়ে হাইমাদ্রাসা পরীক্ষায় নজরকাড়া ফল করে চমকে দিল। অভাবের সংসারে মেয়ের পড়ার খরচ সাশ্রয় আর ভাল ফল— জোড়া লক্ষ্যভেদে মেয়েকে মাদ্রাসায় পড়তে পাঠিয়েছিলেন মুদিখানার কর্মী দিলীপ মাঝি। লক্ষ্যপূরণ হয়েছে। ফল বেরতে দেখা যায়, আগড়ডাঙা হাইমাদ্রাসার ছাত্রী নিশা মাঝি ৮০০-র মধ্যে ৬৪৫ পেয়েছে।

আরও পড়ুন-মাত্র ২৭ বছরেই মৃত্যু, অঙ্গদানে অমর সৌমেন

বাংলায় ৯২, ইংরেজি ৮৬, অঙ্কে ৭২, ভৌতবিজ্ঞান ও পরিবেশে ৮, জীবন বিজ্ঞানে ৯০, ইতিহাসে ৮০, ভূগোলে ৭৬ ও ইসলাম পরিচয়ে ৮১। আগড়ডাঙা মাদ্রাসাতেই উচ্চমাধ্যমিকে পড়বে নিশা। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে নার্স হতে চায়। প্রধানশিক্ষিক আবদুল ওয়াহাব, করণিক শিবরাম সাহারা বলছিলেন, নিশা বরাবর পড়াশোনার ব্যাপারে খুবই তৎপর। ক্লাসের পরীক্ষায় বরাবর নজরকাড়া ফল করেছে। ওর একটা শারীরিক সমস্যা রয়েছে। না হলে আরও বেশি নম্বর পেত। নিশা হাইমাদ্রাসায় কেন? বাবা জানালেন, ওখানে পড়াশোনা ভাল হয়। শিক্ষকেরা খুবই যত্ন করে পড়ান। নিশা গরিব জেনে বিনা পয়সায় অনেক শিক্ষক দেখিয়ে দিয়েছেন। না হলে ওর পড়ানোর খরচ টানতে পারতাম না। শুধু আমরাই নয়, এলাকার বহু হিন্দু পরিবারের ছেলেমেয়ে এখানে পড়ে।

Latest article