ভূমিকম্পে কাঁপল হিন্দুকুশ পার্বত্য অঞ্চল, পাকিস্তান-আফগানিস্তানে বাড়ছে মৃতের সংখ্যা

ভূমিকম্পে কাঁপল হিন্দুকুশ পার্বত্য অঞ্চল, পাকিস্তান-আফগানিস্তানে বাড়ছে মৃতের সংখ্যা

Must read

গতরাতের ভূমিকম্পের (earthquake) উৎসস্থল (epicenter) ছিল হিন্দুকুশ পার্বত্য অঞ্চল। সেই ভূমিকম্পের রেশ উত্তর ভারতে এসে পড়েছিল। দিল্লি সহ গোটা উত্তর ভারতের বেশ কিছু জায়গায় কম্পন অনুভূত হয়েছিল। এছাড়াও কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, চরসাদ্দা, লাহোর এবং রাওয়ালপিন্ডি-সহ বিভিন্ন শহরে।

আরও পড়ুন-ফিফা ফ্রেন্ডলি খেলতে জাতীয় শিবিরে মেসি

শুধু আফগানিস্তান, ভারত, পাকিস্তানেই নয়, ভূমিকম্প অনুভূত হয়েছে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, চিন, উজবেকিস্তান এবং কিরগিজস্তানে। মঙ্গলবার রাতের ভূমিকম্পের উৎসস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালার মাটির ১৮০ কিলোমিটার গভীরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই নিয়ে জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমের ফৈজাবাদ থেকে ১৩৩ কিলোমিটার দূরের এলাকা ছিল কম্পনের উৎসস্থল।

আরও পড়ুন-মার্টিনা এখন ক্যানসার-মুক্ত

ভূমিকম্পের ফলে এর মধ্যেই আফগানিস্তান ও পাকিস্তানে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতে এই ভূমিকম্পে ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। জম্মু ও কাশ্মীর, রাজস্থান, উত্তরাখণ্ড, হরিয়ানা, হিমাচলপ্রদেশের বিভিন্ন জেলাতে কম্পন অনুভূত হয়। দিল্লি এবং ওখানের এলাকায় কম্পন ৪০ থেকে ৫০ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

Latest article