কানাডায় হিন্দু মন্দিরে ভাঙচুর

শনিবার মধ্য় রাতে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে-তে লক্ষ্মী-নারায়ণের মন্দিরে দুষ্কৃতীরা হামলা চালায়। বলা হয় এটি ব্রিটিশ কলম্বিয়ার অন্যতম প্রাচীন ও বড় হিন্দু মন্দির।

Must read

বিদেশের মাটিতে একই বছরে ফের হিন্দু মন্দিরে হামলা (Hindu Temple Vandalized)। শনিবার মধ্য রাতে কানাডার (Canada) ব্রিটিশ কলম্বিয়ায় (British Columbia) অবস্থিত একটি হিন্দু মন্দির ভাঙচুর করা হল। এই হামলার পিছনে খালিস্তানপন্থী সমর্থকদের (Khalistani Supporter) হাত রয়েছে বলেই খবর। মন্দিরের দরজায় খালিস্তানের সমর্থনে পোস্টার পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-যাদবপুর কাণ্ডে গ্রেফতার আরও দুই পড়ুয়া

শনিবার মধ্য় রাতে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে-তে লক্ষ্মী-নারায়ণের মন্দিরে দুষ্কৃতীরা হামলা চালায়। বলা হয় এটি ব্রিটিশ কলম্বিয়ার অন্যতম প্রাচীন ও বড় হিন্দু মন্দির। শুধু ভাঙচুর করেই থামেনি, এরপর দুষ্কৃতীরা মন্দিরের দরজায় একটি পোস্টার লাগিয়ে যায়। ওই পোস্টারে লেখা রয়েছে, “১৮ জুনের হামলার ঘটনায় ভারতের ভূমিকা খতিয়ে দেখুক কানাডা”। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের ছবি রয়েছে সেই পোস্টারে।

আরও পড়ুন-অসাধারণ তৎপরতার স্বীকৃতি চিফ মিনিস্টার্স পুলিশ মেডেলে, এই প্রথম পুরস্কৃত হবেন দক্ষ আমলারাও

কানাডার সারে-র গুরু নানক শিখ গুরুদ্বার সাহিবের প্রধান ছিলেন হরদীপ সিং নিজ্জর। গত ১৮ জুন গুরুদ্বার চত্বরে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাকে খুন করে। এছাড়া তিনি খালিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিলেন। এই নিয়ে এই বছরে তৃতীয়বার হিন্দু মন্দিরে হামলা করা হল। গত ৩১ জানুয়ারি কানাডার ব্রাম্পটনে হিন্দু মন্দিরে ভাঙচুর হয়। সেখানে ভারত-বিরোধী গ্রাফিটি করা হয়।

Latest article