সিলেবাস শেষ করতে ছুটির দিনও ক্লাস প্রাথমিকে

এই উদ্যোগে খুশি অভিভাবকরা। আর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগে শামিল হয়েছেন অন্য বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকরা।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: করোনা এবং গরমের কারণে এই শিক্ষাবর্ষে প্রায় চার মাস বন্ধ ছিল স্কুল। শেষ হয়নি সিলেবাস। পড়ুয়াদেরও মনে নেই অনেক পড়া। এবার তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিল আলিপুরদুয়ারের বীরপাড়া নেতাজি প্রাথমিক বিদ্যালয়। শনি, রবি ছুটির দিন নেওয়া হচ্ছে ক্লাস।

আরও পড়ুন-দায়িত্ব নিয়েই সক্রিয় সেচমন্ত্রী পার্থ ভৌমিক কাকদ্বীপে, সুন্দরবনের নদীবাঁধ বাঁচাতে তৎপরতা

এই উদ্যোগে খুশি অভিভাবকরা। আর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগে শামিল হয়েছেন অন্য বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকরা। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা এসে নেতাজি স্কুলে খুদে পড়ুয়াদের ক্লাস করাচ্ছেন। এক অভিভাবক বলেন, কোভিড ও প্রচণ্ড গরমে প্রায় চার মাস বন্ধ ছিল পঠন-পাঠন, তাতে সময়মতো কোর্স কী করে শেষ হবে তা নিয়ে চিন্তায় ছিলাম। স্কুলের প্রধান শিক্ষককে জানানোর পর তিনি ব্যবস্থা নেন। আমরা এখন অনেকটা নিশ্চিন্ত। এই বিষয়ে নেতাজি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তমঘনকিশোর সরকার বলেন, পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। এতে ছাত্রছাত্রীদেরও সুবিধা হচ্ছে।

Latest article