প্রথম অস্কারজয়ী কৃষ্ণাঙ্গ তারকা সিডনি প্রয়াত

Must read

প্রতিবেদন : হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা অভিনেতা সিডনি পোয়াটির (Sidney Poitier) প্রয়াত। ৯৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সিডনিই (Sidney Poitier) প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা, যিনি সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন। সিডনির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাহামাসের উপপ্রধানমন্ত্রী চেস্টার কুপার।

আরও পড়ুন-যোগীরাজ্যে বিজেপি বিধায়ক পঙ্কজকে থাপ্পড় কৃষকনেতার

১৯৬৪ সালে সিডনি পোয়াটির ‘লিলিস অফ দ্য ফিল্ড’ ছবির জন্য অস্কার পান। এর আগে ১৯৫৮ সালে প্রথমবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা, যিনি বিশ্বের অন্যতম সেরা অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। মনোনয়ন পাওয়ার পাঁচ বছর পর এই পুরস্কার জয় করেন তিনি। ১৯৫৫ সালে ‘ব্ল্যাকবোর্ড জঙ্গল’ তাঁর জীবনের প্রথম সিনেমা। সেই সিনেমায় হাই স্কুলের ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন এই প্রবাদপ্রতিম কৃষ্ণাঙ্গ অভিনেতা।

Latest article