প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার অবসান। খাবার, ওষুধ, মেডিক্যাল রিপোর্ট-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিস ঘরে বসে পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। শুনতে হবে না ট্রাফিক জ্যাম, রাস্তায় দুর্ঘটনা-সহ একাধিক বিষয়ে পরিষেবা বিলম্বিত হওয়ার সমস্যার কথা। দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চললেও অবশেষে কলকাতায় (Kolkata) খুব শীঘ্রই শুরু হচ্ছে ড্রোনের মাধ্যমে হোম ডেলিভারি (Drone- Home Delivery)। দেশের বেশ কিছু শহরে আগেই শুরু হয়েছে ড্রোন মারফত এই পরিষেবা। এবার সেই তালিকায় জুড়তে চলেছে কলকাতার নাম। সরকারি সূত্রে খবর, কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল একটি ড্রোন পরিষেবা প্রদানকারী সংস্থাকে ছাড়পত্র দিয়েছে। বেশ কয়েকদিন আগেই ড্রোন পরিষেবার (Drone- Home Delivery) ট্রায়াল রানও হয়েছে। প্রাথমিকভাবে হাওড়ার কদমতলা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত একটি প্যাথলজিক্যাল ল্যাবের সংগ্রহ করা নমুনা পাঠানো হয়। সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরই মিলেছে সবুজ সংকেত। সড়কপথে কদমতলা থেকে সেক্টর ফাইভের দূরত্ব ২৫ কিলোমিটার। কিন্তু আকাশপথে পড়ে মাত্র ১৫ কিলোমিটার এবং লাগে ১৫ মিনিট। সড়কপথে গাড়িতে লাগে ১ ঘণ্টা ৪০ মিনিট। তবে কলকাতায় ৬০ মিটার এবং হাওড়ায় ১২০ মিটার ওপর দিয়ে ড্রোন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফোর্ট উইলিয়াম, নবান্ন চত্বর-সহ বেশ কিছু এলাকা নো ফ্লাইং জোন হিসাবে চিহ্নিত করেছে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল।
আরও পড়ুন-কেন কমল মাধ্যমিক পরীক্ষার্থী? সোমবার ফের বৈঠক হবে নবান্নে