সংবাদদাতা, বসিরহাট : জমিবিবাদের জেরে রাতের অন্ধকারে দুই তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল মাটিয়া থানার উত্তর দেবীপুর গ্রামে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গ্রামে। অভিযোগ, শুক্রবার ভোররাতে তৃণমূল (Trinamool Congress) কর্মী আরফান শেখ ও ফজের আলি গাজির দুটি ঘরে আগুন লাগিয়ে দুষ্কৃতীরা পুড়িয়ে মারার চেষ্টা করলেও কোনওরকমে দুই পরিবার আগুনের হাত থেকে প্রাণে বাঁচেন। ভস্মীভূত হয়ে যায় বাড়ি দুটি। সেই সঙ্গে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। আক্রান্ত মহিলা তৃণমূল কর্মী জোহরা বিবি ও আলেয়া বিবি বলেন, মুনসুর মণ্ডল, আলা মণ্ডল, নাসির মণ্ডল, লাল্টু মণ্ডলরা বাড়িতে আগুন লাগিয়ে আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করে। অভিযোগ দায়ের হয়েছে মাটিয়া থানায়। অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা। তবে তৃণমূল (Trinamool Congress) কর্মীদের পুড়িয়ে মারার চেষ্টার বিষয় প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়।