দিঘায় হতে চলেছে মিনি চিড়িয়াখানা

Must read

সংবাদদাতা, দিঘা : সমুদ্র ছাড়াও পর্যটন শহর দিঘায় রয়েছে পার্ক, টয় ট্রেন, সায়েন্স সিটির মতো আকর্ষণীয় জায়গা। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে চিড়িয়াখানা। দিঘাকে আরও আকর্ষণীয় করতে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নবতম সংযোজন হতে চলেছে এই চিড়িয়াখানা। সরকারি উদ্যোগে সরীসৃপদের নিয়ে চিড়িয়াখানা, বড় আকারের না হলেও মিনি এই চিড়িয়াখানার জন্য প্রায় ২৪ একর জায়গা বরাদ্দ করেছে দিঘা (Digha)-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সেন্ট্রাল জু অথরিটির কাছে প্রকল্পের খসড়া পাঠানো হয়েছে প্রয়োজনীয় অনুমতির জন্য। সরীসৃপের সঙ্গে নানা ধরনের আকর্ষণীয় পাখি রাখার পরিকল্পনা আছে। রাজ্যের চতুর্থ প্রস্তাবিত এই চিড়িয়াখানা নিয়ে পর্যটকদের মধ্যে এখনই আগ্রহ তুঙ্গে। অনুমতি এলেই কাজ শুরু হয়ে যাবে। তখন দিঘায় (Digha) এসে সমুদ্রস্নানের পাশাপাশি পর্যটকেরা হরিণ, কুমির-সহ চিড়িয়াখানার আনন্দ উপভোগ করতে পারবেন। পর্ষদের এক কর্তা জানান, “এই মুহূর্তে প্রকল্পটি একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। জায়গা চিহ্নিত করার পাশাপাশি একাধিক অনুমোদন প্রয়োজন। তাই এই মুহূর্তে বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়।’’ তবে পর্ষদ সূত্রে খবর, চিড়িয়াখানার জন্য নিউ দিঘাতে জায়গা চিহ্নিত করা হচ্ছে। তবে নতুন করে জায়গা অধিগ্রহণের কোনও সম্ভাবনা নেই। ডিএসডিএ-র হাতে থাকা জায়গাতেই মিনি জু গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাকে গোয়া বানানোর কথা জানিয়েছিলেন। সেই লক্ষ্যকে সামনে রেখে গত কয়েক বছরে দিঘার সৌন্দর্যায়ন হয়েছে বিস্তর। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা হয়ে উঠেছে অনেক বেশি ঝাঁ-চকচকে। সুন্দরতর দিঘার টানে ছুটির দিনগুলোতে দিঘায় উপচে পড়ছে পর্যটকদের ভিড়। তাতে চিড়িয়াখানা হবে আরেক আকর্ষণ।

Latest article