পূর্ব মেদিনীপুরে পর্যটক টানতে হচ্ছে হোম স্টে

আপাতত ১৫০টি হোম স্টে গড়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। প্রথম পর্বে ৬২টি গড়া হবে। দিঘা এবং মন্দারমণিতে বেশি সংখ্যক হোম স্টে হবে।

Must read

শান্তনু বেরা দিঘা: পুজোর আগেই ৬২টি হোম স্টে তৈরির উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। হোটেল থাকলেও অনেকেই একটু ঘরোয়াভাবে নিরিবিলিতে থাকতে পছন্দ করেন। মূলত তাঁদের কথা ভেবেই হোম স্টে গড়ার উদ্যোগ। সেই সঙ্গে প্যাকেজ টুরের ব্যবস্থা করে আকর্ষণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, জুনপুটের মতো জনপ্রিয় সমুদ্রঘেঁষা এই স্থানগুলির বাইরে রাজবাড়ি, গেঁওখালি, মহিষাদল রাজবাড়ি, পটাশপুর, হিজলি মসনদ-ই-আলা, ইড়িঞ্চিতে থাকছে হোম স্টে।

আরও পড়ুন-মাঙ্কিপক্স নিয়ে রাজ্যে সতর্কতা

আপাতত ১৫০টি হোম স্টে গড়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। প্রথম পর্বে ৬২টি গড়া হবে। দিঘা এবং মন্দারমণিতে বেশি সংখ্যক হোম স্টে হবে। গৃহস্থের বাড়ির সঙ্গে যুক্ত থাকছে হোম স্টে। আসবাবপত্র রান্নার জায়গা ও প্রয়োজনীয় পরিকাঠামো থাকছে প্রতিটিতে। পরিকাঠামো তৈরির জন্য প্রশাসন দেড় লাখ টাকা করে দেবে। জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, ‘বেড়ানোর জন্য পূর্ব মেদিনীপুর জেলায় বহু জায়গা রয়েছে। দিঘা, মন্দারমণি-সহ বেশ কিছু জায়গায় সারা বছর পর্যটক ভিড় করেন। সেকথা ভেবেই পর্যটনে নতুন পরিকাঠামো হিসাবে হোম স্টে যুক্ত হচ্ছে। পুজোর আগেই ৬২টি হোম স্টে চালুর কাজ চলছে।’ প্রকল্প রূপায়ণে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে জানান, হোম স্টে প্রকল্পের কাজ অনেকটা এগিয়েছে।

Latest article