বেজায় গরমে নাভিশ্বাস তায় প্রচণ্ড ঘাম। এমন একটা সময়ে পরিচালক সায়ন্তন ঘোষাল নিয়ে এলেন আস্ত একটি মার্ডার মিস্ট্রি— যার নাম ‘হোমস্টে মার্ডারস’। এটা সলভ করতে বসলে স্বস্তি যে মিলবে না বলাই বাহুল্য। ঘাম, গরম দুই-ই বৃদ্ধি পাবে উত্তরোত্তর। কিন্তু তাতে কী! দর্শকের পছন্দের তালিকায় প্রথম সারিতেই যে রয়েছে রহস্য-রোমাঞ্চ-থ্রিলার। আর প্লট যদি বেশ ঘোরালো-প্যাঁচালো রহস্যঘন মার্ডার মিস্ট্রি হয় তাহলে তার আকর্ষণ আর মজা দ্বিগুণ হয়ে যায়। রুদ্ধশ্বাস গল্প, রহস্যজনক কুশীলব, মার্ডার, চমকপ্রদ ক্লাইম্যাক্স— এই মালমশলা নিয়ে আগে ছবি, সিরিজ অনেক রয়েছে। হইচইতেও এমন বলিষ্ঠ মার্ডার মিস্ট্রি নিয়ে ওয়েব সিরিজ নতুন নয়। কিন্তু তা-ও এমন ধরনের প্লটই বারংবার দর্শক টেনে রাখার দৌড়ে এক নম্বরে। তাই ওটিটিতে অনেক পরিচালকই থ্রিলার ওয়েব সিরিজ করছেন। সায়ন্তনের আগের কাজগুলো বেশ চর্চিত যার মধ্যে অন্যতম হল গোরা, সম্পূর্ণা। তাঁর ‘হোমস্টে মার্ডারস’ও ভিন্নধর্মী হবে আশা করা যায়।
আরও পড়ুন-ভগ্নপ্রায় রাজবাড়িতে বায়োপার্ক, কটেজ গড়বে প্রশাসন
ওটিটি প্ল্যাটফর্ম আসার পর ভরপুর বিনোদন এখন আমজনতার মুঠোয় বন্দি। অবসরে, ফাঁক-ফোকরে বোর হবার একমুহূর্ত নেই অবকাশ। নানা ধরনের গল্প তার উপস্থাপন গুণে টেক্কা দিচ্ছে একে অন্যকে। এক-একটা সিরিজের শেষে গিয়ে মনে হয় মনটা ঠিক ভরল না আর একটু থাকলে ভাল হত। আর মার্ডার মিস্ট্রি সেই খিদেটা আরও বাড়িয়ে দেয়। খুনের রহস্যের কিনারা করা সহজ কাজ নয়। আর খুনের প্লটকে টানটান চিত্রনাট্যে মুড়ে দর্শকদের সামনে পরিবেশন, শেষ মুহূর্ত অবধি সেই টান ধরে রাখা আরও কঠিন কাজ। মার্ডার মিস্ট্রির এই শর্ত যথাযোগ্য ভাবে পালন করলেন পরিচালক সায়ন্তন ঘোষাল তাঁর নতুন ওয়েব সিরিজ ‘হোমস্টে মার্ডারস’-এ।
আরও পড়ুন-home
উত্তরবঙ্গের কুয়াশাচ্ছন্ন পাহাড়ি পরিবেশ, হোমস্টেতে আটকে পড়া একদল পর্যটক এবং হঠাৎ খুন। আনন্দের মধ্যে একরাশ জল। কী ঘটবে এবার? এমন চমকপ্রদ একটি প্লট নিয়ে ওটিটি হইচইয়ে শুরু হল ওয়েব সিরিজ ‘হোমস্টে মার্ডারস’। কিছুদিন আগেই এই সিরিজটির ট্রেলারও লঞ্চ হয়েছিল। ট্রেলার দেখেই বোঝা গিয়েছিল শুরু থেকে একটা টান ধরে রেখেছেন পরিচালক। ধীরে ধীরে গতি নিয়েছে ওয়েব সিরিজটির কাহিনি। অনন্যা হোমস্টে-তে চেক ইন করেন বর্ধমানের এসপি অনিমেষ সেন, কিঞ্জল দাস, কুহেলী মিত্র। তারপর একে একে অন্যেরা। সব ক’টি চরিত্র এক জায়গায় এসে হাজির হবার পর সেখান থেকেই শুরু হয় ঘটনা। বাস্তব এবং অবাস্তবের সংঘর্ষে জিততে থাকে কাল্পনিক প্লটটি। গল্পের ভিতর আর একটি গল্প যা ফলে যেতে থাকে ধাপে ধাপে। যত সময় গড়ায় ততই ইন্টারেস্টিং হতে থাকে ক্লাইম্যাক্স।
ট্রেলার দেখেই মুগ্ধ হয়েছিল দর্শকমহল। গতকাল থেকে হইচইয়ে স্ট্রিমিং শুরু হয়েছে এই মার্ডার মিস্ট্রি থ্রিলারের। সিরিজটিতে অভিনয় করেছেন একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। সকলেই খুব পরিচিত মুখ। অর্জুন চক্রবর্তী, সৌরভ দাস, অপরাজিতা ঘোষ দাস, পার্নো মিত্র, সোহিনী সরকার, দেবচন্দ্রিমা সিংহ রায়, সবুজ বর্ধন, যুধাজিৎ সরকার প্রমুখ।
আরও পড়ুন-কর্মসূচি বৃদ্ধি, সমন্বয়ে জোর, দুর্নীতি বরদাস্ত করা হবে না
পাহাড়ে বেড়াতে গিয়ে একটি সুন্দর হোমস্টে বাংলোতে থাকতে এসে আচমকা একটা খুনের সঙ্গে জড়িয়ে পড়ে একদল পর্যটক। যতক্ষণ না পুলিশ আসছে কিছুই করার নেই তাঁদের। সেই মৃত্যুকে ঘিরে জটিলতা, রহস্যের ঘনঘটা, বিতর্ক, বিশৃঙ্খলা, ভয়, আতঙ্ক— সব মিলিয়ে যেন এক অজানা-অচেনা পরিণতি। এই ওয়েব সিরিজটি সম্পর্কে পরিচালক সায়ন্তন ঘোষাল সংবাদমাধ্যমকে বলেন, ‘একজন পরিচালকের কাছে সবসময় একটা চ্যালেঞ্জ থাকে কাজ ভাল করার, যাতে দর্শক টানতে পারে ওয়েব সিরিজ। ‘হোমস্টে মার্ডারস’ আমার কাছে তেমনই একটা এক্সাইটিং চ্যালেঞ্জ। প্রতিটি পর্ব করার সময় আমাদের লক্ষ্য ছিল দর্শকদের টেনে রাখার বিষয়টার দিকেও। সেইভাবেই এগিয়েছি। এখন দেখার।
গল্পের খাতিরে এই ওয়েব সিরিজের বেশিরভাগ শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে। পাহাড়, পর্বত, অরণ্য, প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ এই ওয়েব সিরিজটিকে অন্যমাত্রা এনে দিয়েছে।
আরও পড়ুন-৩৬ হাজার শিক্ষকের চাকরি গেলে পর্ষদ নীরব থাকবে না, নিয়ম মেনেই নিয়োগ, রায় চ্যালেঞ্জ কোর্টে
সিরিজটি নিয়ে সাসপেন্স কুড়োতে সৌরভ, দেবচন্দ্রিমা এবং পার্নোর ইনস্টাগ্রাম পোস্ট কৌতূহল জাগিয়েছে। এই সিরিজে এঁরা তিনজন রয়েছেন পর্যটকের ভূমিকায়। তিনজনেই নিজেদের সিরিজ লুক পোস্ট করেছেন এবং তলায় লিখেছেন জাস্ট চেক ইন। সৌরভ দাস আর সোহিনী সরকার এই প্রথম স্ক্রিন শেয়ার করবে একসঙ্গে।
হইচই খুললেই এখন সোহিনীকে গড়ে দুটো-তিনটে করে ওয়েব সিরিজে দেখা যায়। ‘মন্দার’ ওয়েব সিরিজে সোহিনীর অভিনয় বেশ চর্চিত। সায়ন্তনের ‘সম্পূর্ণা’তেও রয়েছেন সোহিনী। ‘সম্পূর্ণা’ও বেশ প্রশংসা পেয়েছে। সায়ন্তনের সঙ্গে এটা দ্বিতীয় কাজ তাঁর। এই সিরিজ সম্পর্কে মিডিয়াকে জানালেন, এই ওয়েব সিরিজে অভিনয় করা আমার কাছে এক দুর্দান্ত সফর মনে হয়েছে। পরিচালক সায়ন্তন ঘোষালের সঙ্গে ‘হইচই’-এর জন্য ‘সম্পূর্ণা’ করার পর আমি তাঁর সঙ্গে আবার কাজ করতে পেরে খুশি। আমার দৃঢ বিশ্বাস, দর্শকেরা ‘হোমস্টে মার্ডারস’ দেখার পর আমাদের কাজের প্রশংসা করবেন।
আরও পড়ুন-টানা তিনবার সেরা বাঙ্গুর
‘হোমস্টে মার্ডারস’ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অভিনেতা অর্জুন চক্রবর্তী জানিয়েছেন, এই সিরিজে কাজ করার পুরো অভিজ্ঞতাই মুগ্ধকর। সবাই দারুণ কাজ করেছেন। আর হইচই প্ল্যাটফর্মে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। এদিকে এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা সৌরভ দাস। এখানে তাঁর অভিনীত চরিত্রটির নাম কিঞ্জল। তাঁর চরিত্রটি সম্পর্কে সৌরভ বলেলেন, ‘কিঞ্জল পুরো সিরিজ জুড়ে একটি খুব আকর্ষণীয় চরিত্র। এমন চরিত্র আমি আগে কখনও করিনি। ছুটিতে থাকার সময় হোমস্টেতে আটকে পড়ার গল্প এবং খুনের সন্দেহভাজন হওয়া বা নিজেই তদন্ত করার বিষয়টি খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। সিরিজটির বিষয়ে দর্শকদের থেকে আমি ইতিবাচক প্রতিক্রিয়া আশা করছি।’
আরও পড়ুন-সুপ্রিম-নির্দেশ মেনে পথদুর্ঘটনায় রাজ্যের ৭ দফা গাইডলাইন, আহতের উদ্ধারকারীকে হয়রানি নয়
‘হোমস্টে মার্ডারস’ প্রথম সিজন শুরু হল। শোনা যাচ্ছে এই সিরিজের সিজন-২-ও আসবে। অনন্যা হোমস্টের খুনের কিনারা হল কি না জানতে হলে দেখতে হবে ‘হোমস্টে মার্ডারস’।