সংবাদদাতা, হুগলি : পঞ্চায়েত ভোটে গোহারান হারবে জেনেই বিজেপি ও বিরোধী রাজনৈতিক দলগুলো নখ-দাঁত বের করে আক্রমণ শানাচ্ছে। এমনকী শাসক দলের প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য মারধর করতেও পিছুপা হচ্ছে না। প্রশ্ন উঠেছে, রাজ্যপাল কি তৃণমূল প্রার্থীর ওপর হামলার ঘটনা দেখতে পাচ্ছেন? তিনি নাকি রাজ্যে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে দারুণরকম উদ্বিগ্ন। এদিক-ওদিক ছুটছেন। রাজভবনে অভিযোগ জমা নেওয়ার ব্যবস্থাও করেছেন।
আরও পড়ুন-বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বোমা ফেটে আহত ৫ শিশু
এই ঘটনার পর তিনি কি হুগলির গোঘাটের কুমুড়শা অঞ্চলের মথুরা এলাকায় একবার যাবেন? এবারের পঞ্চায়েত নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন সুচিত্রা ভুঁই। সুচিত্রাকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছিল। তিনি রাজি না হওয়ায় স্থানীয় বিজেপি কর্মী পল্টু খাঁ একেবারে বাড়িতে ঢুকে গিয়ে মারধর করেন। সুচিত্রার মাথায় গুরুতর আঘাত লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গোঘাট থানার পুলিশ। তবে পুলিশ অভিযুক্তকে আটক করলেও বিরোধী দল শাসকদলের প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের হুমকি দেওয়া ও মারধরের ঘটনায় উত্তেজনা রয়েছে ওই এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মহামান্য রাজ্যপালের উচিত এই হামলার ঘটনা নিয়েও সরব হওয়া। না হলে তিনি যে বিরোধী রাজনৈতিক দলগুলোর হয়েই ময়দানে নেমেছেন সেটা প্রমাণ হয়ে যাবে।