বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বলেছিলেন, ‘‘আপনারা কর্ম সৃষ্টি করুন। রাজ্য সরকার পাশে আছে।’’ মুখ্যমন্ত্রীর কাছে আশ্বাস পেয়ে মনের জোর অনেকটাই বেড়ে গিয়েছিল আলিপুরদুয়ারের (Alipurduar) মধু (Honey Cultivation) চাষিদের। তাই চাষে তৎপর হন তাঁরা। রাজ্য সরকারের সহায়তায় মধুচাষের নতুন দিগন্ত খুলে গেল আলিপুরদুয়ারে। বছরে উৎপাদন হচ্ছে প্রায় ১০০০ কেজি মধু। সঙ্গে রোজগারের দিশা পেয়েছেন ১০০০টি পরিবার। চাষিদের প্রথম সাফল্যের ফল বোতলজাত মধু (Honey Cultivation) মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হল জেলা প্রশাসনের পক্ষ থেকে। বুধবার আলিপুরদুয়ারে। ‘ডুয়ার্স মধু আলিপুরদুয়ার জেলা সমবায় সমিতি লিমিটেড’-এর মাধ্যমে এই মধু বিক্রি করা হবে। মুখ্যমন্ত্রীর হাত দিয়েই এই মাধ্যমের সূচনা হল। জেলা প্রশাসনের উদ্যোগে আদিবাসী, বনবাসী এবং বক্সা টাইগার রিজার্ভ এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের তীরে বসবাসকারীদের জন্য বিকল্প জীবিকা তৈরির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:আট বছরে অষ্টরম্ভা