অরুণাচলের ১৯ হাতিকে দত্তক নিচ্ছে গুজরাত

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : হাতি (Elephant) দত্তক নিচ্ছে গুজরাটের (Gujarat) একটি স্বেচ্ছাসেবী সংস্থা। অরুণাচল প্রদেশ থেকে এই হাতিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেকটি হাতির কানে মাইক্রো চিপ বসানো রয়েছে যাতে হাতিগুলিকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তা জানা যায়। মঙ্গলবার জলপাইগুড়ির তিস্তা ব্রিজের সামনে দশটি হাতিকে (Elephant) আটক করে জলপাইগুড়ি বন দফতরের কর্মীরা। সেখান থেকেই জানা যায় যে, হাতিগুলি গুজরাটে (Gujarat) নিয়ে যাওয়া হচ্ছে এবং তার জন্য বৈধ কাগজপত্রও রয়েছে। তবে হাতিগুলির শারীরিক চিকিৎসা করার পরই সেগুলিকে ছাড়া হয়েছে। অরুণাচল প্রদেশের বহু লোক হাতি পুষতেন কিন্তু এই মুহূর্তে তাঁরা সেই হাতিগুলিকে রক্ষণাবেক্ষণ করতে পারছেন না। সেই কারণে এই হাতিগুলিকে তাঁরা সঠিক জায়গায় পাঠিয়ে দিচ্ছেন। গত দু’মাসে ১৯টি হাতি অরুণাচল প্রদেশ থেকে ওই ট্রাস্টিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ৫০০টি হাতি রাখার ব্যবস্থা আছে এবং তাদের রক্ষণাবেক্ষণ করার মতো ব্যবস্থা আছে। তাই হাতিগুলিকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এর আড়ালে যাতে কোনওভাবে হাতি পাচার না হয়ে যায় তার দিকেও কড়া নজর রাখছে রাজ্য বন দফতর।

আরও পড়ুন: এক হাজার পরিবার আয়ের পথ খুঁজে পেল

Latest article