২২ গজে রাজ শেষ মিতালির

Must read

নয়াদিল্লি, ৮ জুন : ভারতীয় মহিলা ক্রিকেটে একটা যুগের পরিসমাপ্তি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ (Mithali Raj)। মিতালির রেকর্ড, ক্যারিশমা তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে। তাঁকে মেয়েদের ক্রিকেটের শচীন বলা হত। মাস্টার ব্লাস্টারের মতোই মেয়েদের ক্রিকেটে দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে বাইশ গজে রাজ করেছেন। ভারতের হয়ে তিন ফরম্যাটেই দাপটের সঙ্গে খেলেছেন। টিম ইন্ডিয়ার নীল জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছেন গত ২৭ মার্চ বিশ্বকাপের ম্যাচে। বেশ কিছুদিন ধরেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। বুধবার এক ট্যুইট বার্তায় সেই জল্পনায় দাঁড়ি টানলেন মিতালি। যবনিকা ফেললেন দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে।

আরও পড়ুন: সেই সুনীলই ত্রাতা ভারতের

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বিবৃতিতে মিতালি (Mithali Raj) লিখেছেন, ‘ছোট্ট মেয়ে হিসেবে দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে এসেছিলাম। ছোটবেলাতেই একটা লক্ষ্য স্থির করে ফেলেছিলাম। ভারতের নীল জার্সি পরে খেলব। দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সর্বোচ্চ সম্মানের ছিল। নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়েছে সময়। প্রতিটি ধাপেই অনেক কিছু শিখেছি। গত ২৩ বছর আমার জীবনে সবথেকে সুন্দর, পরিপূর্ণ, চ্যালেঞ্জিং এবং উপভোগ্য সময় ছিল। কিন্তু সব সফরই একটা জায়গায় এসে শেষ হয়। আমার মনে হয়, এটাই অবসরের সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিচ্ছি।’
মিতালির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৯৯৯ সালের ২৬ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে। ভারতের হয়ে ১২টি টেস্টে ৬৯৯ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন একটি। হাফসেঞ্চুরি ৪টি। গড় ৪৩.৬৮। দেশের হয়ে ২৩২টি ওয়ান ডে খেলেছেন। ৫০.৬৮ গড়ে সংগ্রহ করেছেন ৭৮০৫ রান। সেঞ্চুরি ৭টি এবং হাফসেঞ্চুরি ৬৪টি। টি-২০ ক্রিকেটেও সফল মিতালি। ভারতের হয়ে ৮৯ ম্যাচে ২৩৬৪ রান করেছেন। সেঞ্চুরি না করলেও হাফসেঞ্চুরি ১৭টি।

অবসর ঘোষণা করে মিতালি ট্যুইট বার্তায় আরও লিখেছেন, ‘যতবারই মাঠে ঢুকেছি, ভারতকে জেতানোর জন্য নিজের সেরাটা দিয়েছি। জাতীয় দলে খেলা, নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সারাজীবন কাজে লাগবে। আমাদের দল কিছু তরুণ, প্রতিভাবান ক্রিকেটারের হাতে সুরক্ষিত রয়েছে। মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল।’ একই সঙ্গে মিতালি জানিয়েছেন, কোনও না কোনও ভাবে খেলাটার সঙ্গে যুক্ত থাকতে চান। ধন্যবাদ দিয়েছেন বিসিসিআই-কেও।

Latest article