বঙ্গ

রূপান্তরকামীদের পাশে থাকতে চান উচ্চমাধ্যমিকে সপ্তম ‘শরণ্যা’, যোগ দিতে চান সিভিল সার্ভিসে

শরণ্য থেকে শরণ্যা হয়ে ওঠার লড়াইটা সহজ ছিল না। হুগলির জনাইয়ের সেই রূপান্তরকামীই এবার উচ্চমাধ্যমিকে (West Bengal HS Result 2023) মেধা তালিকায় সপ্তম। ৪৯০ নম্বর পেয়েছেন তিনি। ভবিষ্যতে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে চান তিনি। সেটা সম্ভব না হলে অধ্যাপনা করবেন তিনি। প্রাথমিক স্কুলের শিক্ষক সৌরভ ও ঘরকন্যা সামলানো দেবস্মিতার প্রথম সন্তান শরণ্য। ছোট থেকে আর পাঁচটা ছেলের মতোই চলছিল শরণ্যের জীবন। হুগলির জনাই ট্রেনিং স্কুলের খাতাতেও তাঁর নাম ছিল শরণ্য। কিন্তু ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণিতে ওঠার পর থেকেই শরণ্য বুঝেছিলেন তাঁর শরীরী ভাষা। আসলে পুরুষের শরীরে জন্ম হলেও তিনি একজন নারী। একথা প্রথমেই বাবা-মাকে জানান তিনি। তবে, সমাজের আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো শরণ্যার বাড়িতে কারোর মাথায় আকাশ ভেঙে পড়েনি। শরণ্যার আবেগকেই প্রাধান্য দিয়েছিল শিক্ষক পরিবার। প্রমাণ দিয়েছিলেন, একজন শিক্ষক, সমাজ গড়ার কারিগরের ঠিক কী ভূমিকা পালন করতে হয়। এরপর শুরু হয় শরণ্যের শরণ্যা (West Bengal HS Result 2023) হয়ে ওঠার লড়াই।

একাদশ শ্রেণিতে রূপান্তরিত হয়ে শরণ্য থেকে শরণ্যা হয়ে ওঠেন। শরণ্য হিসেবে পরীক্ষা দিলেও একজন রূপান্তরকামী ছাত্রী হিসেবে স্কুলের গর্ব তিনি। শরণ্যার কথায়, সিভিল সার্ভিস পাশ করলে হাতে ক্ষমতা থাকবে। সেক্ষেত্রে যে সমস্ত নারী-পুরুষ রূপান্তরিত রয়েছেন, তাদের অধিকার ও সম্মান রক্ষার জন্য লড়াই করাটা অনেক সহজ হবে। আর তা না হলে অধ্যাপনা বেছে নেবেন। অধ্যাপনার মাধ্যমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলবেন সমাজের সর্বস্তরের মানুষকে। যাতে সমাজের সমস্ত লিঙ্গের মানুষ সসম্মানে মানে বেঁচে থাকতে পারে।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, টুইট শিক্ষামন্ত্রীর

তবে, আনন্দের মধ্যেও শরণ্যার মনে বাষ্প জমা আছে। রূপান্তরকামী হওয়ায় অনেক সময় অনেক কটু কথা শুনতে হয়েছে তাঁকে। কিন্তু তার বাবা, মা, পরিবার থেকে শুরু করে স্কুলের প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষক এবং সহপাঠীরা তাঁর পাশে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শরণ্যার বাবা জানান, তাঁরা কখনওই মেয়ের এই রূপান্তরকামী হওয়ার ইচ্ছায় বাধা দেননি। বরং জীবনে এগিয়ে যাওয়ার পথে সব সময় পাশে দাঁড়িয়েছেন। জনাই ট্রেনিং হাইস্কুলের প্রধান শিক্ষক রজত কুন্ডু বলছেন, ” শরণ্য এখন আমাদের কাছে শরণ্যা। অষ্টম শ্রেণিতে পড়াকালীন ও আমাদের স্কুলের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দেয়। গত ২বছর ওর জীবনে অনেক ওঠাপড়া গিয়েছে। সেই জায়গা থেকে ও নিজেকে তুলে ধরতে পেরেছে দেখে আজ আমরা গর্বিত।”

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

30 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

50 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago