দক্ষিণবঙ্গে (South Bengal) ফিরছে ভ্যাপসা গরম। আগামী কয়েকদিন রাজ্যে এক অদ্ভুত অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হবে। আজ বুধবার সকালের পূর্বাভাসে এমনই জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্ৰে খবর, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পশ্চিমের তিন জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।
আরও পড়ুন-সিবিআই চার্জশিটে নাম সিসোদিয়ার
বুধবার থেকে আবার বাড়বে দিনের তাপমাত্রা। আগামী ৫ দিনে দিনের তাপমাত্রা ৩ – ৪ ডিগ্রি বাড়তে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশে পৌঁছতে পারে। তাই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হবে। কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা আর নেই।
আরও পড়ুন-প্রয়াত রাজনীতির লৌহপুরুষ প্রকাশ সিং বাদল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ – ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। পূর্বাভাস অনুসারে এসপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ও আর্দ্রতা একসঙ্গে বাড়বে। বুধবার থেকেই তৈরি হতে শুরু করবে অস্বস্তিকর পরিস্থিতি।