দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম, বৃষ্টি কবে?

বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ – ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।

Must read

দক্ষিণবঙ্গে (South Bengal) ফিরছে ভ্যাপসা গরম। আগামী কয়েকদিন রাজ্যে এক অদ্ভুত অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হবে। আজ বুধবার সকালের পূর্বাভাসে এমনই জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্ৰে খবর, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পশ্চিমের তিন জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।

আরও পড়ুন-সিবিআই চার্জশিটে নাম সিসোদিয়ার

বুধবার থেকে আবার বাড়বে দিনের তাপমাত্রা। আগামী ৫ দিনে দিনের তাপমাত্রা ৩ – ৪ ডিগ্রি বাড়তে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশে পৌঁছতে পারে। তাই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হবে। কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা আর নেই।

আরও পড়ুন-প্রয়াত রাজনীতির লৌহপুরুষ প্রকাশ সিং বাদল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ – ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। পূর্বাভাস অনুসারে এসপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ও আর্দ্রতা একসঙ্গে বাড়বে। বুধবার থেকেই তৈরি হতে শুরু করবে অস্বস্তিকর পরিস্থিতি।

Latest article