প্রতিবেদন : করোনার হাত থেকে বাঁচতে টিকাকরণই একমাত্র পথ, এটা বারেবারে বলছেন বিশেষজ্ঞরা। দেশে প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ চললেও ১২ থেকে ১৮ বছর বয়সিদের এখনই টিকাকরণের কোনও খবর নেই। বিষয়টি উত্থাপন করে তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানতে চান, ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণের জন্য সরকার কি বিশেষ কোনও পরিকল্পনা নিয়েছে?
আরও পড়ুন-ক্ষুধা, অপুষ্টি, শিশুমৃত্যু, বিশ্বসূচকে এগিয়ে ভারত, স্বীকার কেন্দ্রের
এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১২ থেকে ১৮ বছর বয়সি শিশুর সংখ্যা কত? এই বয়সিদের উপর ভ্যাকসিনের যে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে তার ফলাফল কী? এখনও পর্যন্ত কত জনের উপর এই ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে? ১২ থেকে ১৮ বছর বয়সিদের উপর টিকাকরণের জন্য দেশে কি কোনও ভ্যাকসিন প্রস্তুত হয়েছে? যদি না হয়ে থাকে সেক্ষেত্রে শিশুদের টিকাকরণের জন্য সরকার কি ভ্যাকসিন আমদানি করার কোনও পরিকল্পনা করেছে? কতদিনের মধ্যে টিকাকরণ শুরু হতে পারে?
আরও পড়ুন-সংসদ ও সংসদীয় গণতন্ত্র, মোদি জমানায় দুই-ই বিপন্ন
মালা রায়ের এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী ড. ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, এখনও পর্যন্ত একমাত্র ক্যাডিলা হেলথ কেয়ারের তৈরি জাইকভ-ডি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে শিশুদের শরীরে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া কোভ্যাকসিন, কোভোভ্যাক্স-সহ আরও দুটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে৷