আর কত নীরব থাকবেন প্রধানমন্ত্রী, প্রশ্ন চন্দ্রিমার

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : বিএসএফের গাফিলতিতে প্রাণ গেল চার নিষ্পাপ শিশুর। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের এখনও কোনও হেলদোল নেই। আর কতদিন নীরব থাকবেন মোদি? রাজ্যপালকে এই অবস্থা দেখার জন্য অনুরোধ জানানো হয়েছিল। অবশেষে তিনি আসছেন। তিনি এসে এই শোকার্ত পরিবারগুলির সঙ্গে কথা বলুন। দেখুন কত মায়ের কোল খালি হয়ে গিয়েছে। এই অত্যাচার আর কতদিন? সোমবার চোপড়ার চেতনাগছের চার মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এমনটাই বললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টচার্য (Chandrima Bhattacharya)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চোপড়ায় আসেন তিনি। তাঁকে দেখেই কান্নায় ভেঙে পড়েন মৃত শিশুদের পরিজনেরা। শোকার্ত পরিবারগুলির কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি বলেন, রাজ্য সরকার সবসময়ই পরিবারগুলির পাশে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এখানে আমরা এসেছি।

আরও পড়ুন- সন্দেশখালি-মণিপুর এক নয়, সাফ জানাল শীর্ষ আদালত

Latest article