হাওড়ার জলভাসিদের, নতুন পোশাক, খাবার

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, আমতা: পুজোতেও সামাজিক কর্তব্যপালন থেমে নেই তৃণমূল কংগ্রেস কর্মীদের। দিনরাত এক করে আমতার দুর্গত মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন তাঁরা। ডিভিসির ছাড়া জলে সর্বস্বান্ত কয়েক হাজার মানুষ। রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা গোড়া থেকেই তাঁদের পাশে। পুজোয় নতুন বস্ত্র দেওয়ার পাশাপাশি তাঁদের দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রীও। এর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, ময়দা, আলু, সরষের তেল, বিস্কুটের প্যাকেট প্রভৃতি। প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে তদারকি করছেন বিধায়ক সুকান্ত পাল। সুকান্ত বলেন ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পুজোর মধ্যেও দুর্গত মানুষদের পাশে সবসময় রয়েছি। এলাকার প্রায় পাঁচ হাজার দুর্গত মানুষের হাতে দলের তরফে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।’

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বই, উৎসব সংখ্যা রেকর্ড বিক্রি ডায়মন্ড হারবারে

উদয়নারায়ণপুরে সিংটি পঞ্চায়েতের জোঁকা গ্রামে প্রবল জলের স্রোতে তলিয়ে গিয়েছিল দশম শ্রেণীর ছাত্রী রিমা রক্ষিত (১৫)। রাজ্য সরকারের পক্ষ থেকে মঙ্গলবার সপ্তমীর সকালে রিমার বাবা রবীন্দ্রনাথ রক্ষিতের হাতে ২ লাখ টাকার চেক তুলে দিলেন স্থানীয় বিধায়ক সমীর পাঁজা। ছিলেন উদয়নারায়ণপুরের বিডিও প্রবীরকুমার সিট। সমীর বলেন ‘আমরা মৃতার পরিবারের পাশে সবসময় রয়েছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করে চলেছি।’

Latest article