সংবাদদাতা, হাওড়া : হাওড়ায় দিদির দূত হিসেবে বাড়ি বাড়ি গিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চালুর করার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। প্রতিটি অঞ্চল ও ওয়ার্ডের বুথে বুথে ১১ জানুয়ারি থেকে একসঙ্গে শুরু হচ্ছে এই কর্মসূচি। মঙ্গলবার হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দলের জেলা(সদর) সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ জানান, ‘‘রাজ্য সরকারের কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সামাজিক সুরক্ষা প্রকল্প সহ রাজ্যের যে ১৫টি উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে সেগুলি মানুষ ঠিকঠাক পাচ্ছেন কি না তার খোঁজ নিতে বাড়ি বাড়ি যেতে শুরু করছেন আমাদের দলীয় কর্মীরা।
আরও পড়ুন-রাজ্যে ২ হাজার ডাক্তার নিয়োগ হতে চলেছে
দিদির দূত হিসেবে প্রতিটি বাড়িতে গিয়ে ওইসব প্রকল্পের সুফল যেমন তাঁরা মানুষের সামনে তুলে ধরবেন, তেমনই এখনও কেউ এই সমস্ত প্রকল্পে আওতায় না এলে তাঁদের নাম নিজেদের মোবাইল অ্যাপ থেকে তৎক্ষণাৎ ওই প্রকল্পে নথিভুক্ত করে দেবেন আমাদের কর্মীরা। কারওর কোনও অভিযোগ থাকলে তাও লিখে আনবেন তাঁরা।’’ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়, নন্দিতা চৌধুরি, সীতানাথ ঘোষ, গুলশন মল্লিক, হাওড়া সদরের যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র সহ আরও অনেকে। সমবায়মন্ত্রী অরূপ রায় জানান, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১১ বছরে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের যেসব সাফল্য এসেছে তাও মানুষের কাছে তুলে ধরা হবে।’’