হাওড়া-কলকাতা মেট্রো এ-বছর নয়

স্বাধীনতার ৭৫তম পূর্তি বর্ষে গঙ্গার নিচে দিয়ে হাওড়ায় আসছে না মেট্রো রেল। হাওড়া অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রো চলতি বছরে চালু হচ্ছে না।

Must read

সংবাদদাতা, হাওড়া : স্বাধীনতার ৭৫তম পূর্তি বর্ষে গঙ্গার নিচে দিয়ে হাওড়ায় আসছে না মেট্রো রেল। হাওড়া অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রো চলতি বছরে চালু হচ্ছে না। আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে হাওড়া অবধি মেট্রো চালু হওয়ার কার্যত কোনও সম্ভাবনা নেই বলেই রেল সূত্রের খবর। যদিও হাওড়া ময়দান অবধি মেট্রো চালু হবার আগেই ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা ও ট্রাফিক সিস্টেম আরও উন্নত করতে এখন থেকেই রাজ্য সরকারের উদ্যোগে কাজ শুরু হয়েছে। এই নিয়ে হাওড়া কর্পোরেশন ও সিটি পুলিশের যৌথ উদ্যোগে একটি নীলনকশা তৈরি করা হয়েছে। হাওড়া ময়দান ও সংলগ্ন এলাকার ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন-প্রয়াত বিশিষ্ট সাংবাদিক সোমা মুখোপাধ্যায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

হাওড়া পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কর্পোরেশনের কাছ এই নিয়ে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করা হয়েছে। হাওড়া ময়দানের বাস স্ট্যান্ডটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মেট্রোয় যাতায়াতকারী যাত্রীদের জন্য আলাদা করে দু চাকা ও চার চাকা গাড়ির পার্কিং জোন করা হচ্ছে। মেট্রোর ট্রার্মিন্যাস স্টেশন হাওড়া ময়দানের কাছে পথচারীদের হাঁটার জন্য আলাদা লেন ও গাড়ি যাতায়াতের আলাদা রাস্তা চিহ্নিত করা হচ্ছে। এই ব্যাপারে হাওড়া সিটি পুলিশ ও কর্পোরেশনের পক্ষ থেকে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গেও একাধিকবার বৈঠক করা হয়েছে। এই ব্যাপারে হাওড়া পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘মেট্রো রেলের তরফে বেশ কিছু কাজ এখনও বাকি আছে। সেগুলি দ্রুত শেষ করার জন্য আমরা মেট্রো রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।’ তিনি আরও জানান, ‘গঙ্গার নিচে দিয়ে হাওড়ায় মেট্রো রেল চালু হলে তা এই শহরের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। সেই জন্যই এখন থেকে হাওড়া ময়দানের ট্রাফিক ও যোগাযোগ ব্যবস্থা আরও সুগম করতে আমরা এখন থেকেই কাজ শুরু করে দিয়েছি।’

আরও পড়ুন-মন্ত্রীদের পাইলট কার ব্যবহার নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

যদিও রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হলেও চলতি বছরে হাওড়া থেকে মেট্রো চালু হচ্ছে না বলেই রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। মেট্রো রেলের ভারপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ‘২০২৩-এর মাঝামাঝি সময়ের আগে হাওড়া অবধি মেট্রো চালু করা সম্ভব নয়। এখনও অনেক কাজ বাকি। পরীক্ষামূলকভাবেও গঙ্গার নিচে দিয়ে মেট্রো চলাচল শুরু হয়নি। এখনও অনেক কাজ বাকি। সেইসমস্ত কাজ চলছে। শিয়ালদহ অবধি মেট্রো সম্প্রসারণের উদ্বোধন করতে এসে গঙ্গার নিচে মেট্রোর কাজ দেখতে চেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু তাঁকেও আমরা সেই কাজ দেখাতে পারেনি। গঙ্গার নিচে দিয়ে মেট্রোর টেস্ট রান শুরু হবে এখনই তা বলা যাচ্ছে না।’

Latest article