কোপেনহেগেন, ২৬ অগাস্ট : শেষরক্ষা হল না। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরে গেলেন এইচ এস প্রণয় (HS Prannoy)। শেষ চারে উঠে ব্রোঞ্জ আগেই নিশ্চিত করে ফেলেছিলেন প্রণয়। এদিন জিততে পারলে সোনা বা রুপোর দৌড়ে থাকতেন। কিন্তু পদকের রং বদলাতে পারলেন না ভারতীয় শাটলার। কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন তথা অলিম্পিকে সোনাজয়ী ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে চমক দিয়েছিলেন প্রণয়। শনিবার তিনি কোর্টে নেমেছিলেন থাইল্যান্ডের কুনলুভুট ভিতিদসার্নের বিরুদ্ধে। কিন্তু তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২১-১৮, ১৩-২১, ১৪-২১ ফলে হেরে যান প্রণয়।
প্রথম গেমের শুরুতে পিছিয়ে পড়লেও, ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন প্রণয়। ভিতিদসার্ন মরিয়া চেষ্টা চালালেও, শেষ পর্যন্ত ২১-১৮ পয়েন্টে গেম পকেটে পুরে নেন প্রণয়ই (HS Prannoy)। তবে দ্বিতীয় গেমে হঠাৎ করেই ছন্দ হারিয়ে বসেন প্রণয়। সেই সুযোগে থাই শাটলার গেম জিতে ম্যাচে সমতা ফেরান। নির্ণায়ক তৃতীয় গেমে আর ঘুরে দাঁড়াতে পারেননি প্রণয়।
আরও পড়ুন- টালিগঞ্জকে সমীহ কিবুদের