টালিগঞ্জকে সমীহ কিবুদের

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার লিগে সুপার সিক্স কার্যত নিশ্চিত করে ফেলেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট তাদের। রবিবার টালিগঞ্জ অগ্রগামীকে (DHFC- Tollygunge agragami) হারালে পরের রাউন্ডে খেলা পাকা কিবু ভিকুনার দলের। তবে টালিগঞ্জের বিরুদ্ধে লড়াই সহজ হবে না ডায়মন্ড হারবারের।
কালীঘাট এমএস-এর কাছে হারের পর টানা দুই ম্যাচে আট গোল করেছে কিবুর দল। রাহুল পাসোয়ান, তুহিন শিকদার, জ্যাকবরা গোলের মধ্যে। তবে গোল করলেও অজস্র সুযোগ নষ্ট করছে দল। এটাই চিন্তায় রাখছে কোচ কিবুকে।
টালিগঞ্জ (DHFC- Tollygunge agragami) ম্যাচের আগে অনুশীলনে ফুটবলারদের ভুলভ্রান্তি শুধরে দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ। রবিবার ম্যাচ বিধানগর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে। প্রতিপক্ষ লিগে ভাল জায়গায় নেই। মাত্র দু’টি ম্যাচ তারা জিতেছে। তবে অতীত গৌরব না থাকলেও টালিগঞ্জ লড়াকু দল। এটা ভাল করেই জানেন ডায়মন্ড হারবার কোচ। তাই কিবু বলেছেন, টালিগঞ্জ ম্যাচ সহজ হবে না। ওরা যথেষ্ট ভাল দল। হয়তো ছ’টা ম্যাচ ওরা হেরেছে। তবে ফুটবলে যে কোনও ফলই হতে পারে। আমাদের নিজেদের শক্তিতে ভরসা রেখে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। গোলের সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমরা প্রচুর সুযোগ তৈরি করছি। কিন্তু সব কাজে লাগাতে পারছি না। তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই। ডায়মন্ড হারবারের অধিনায়ক অভিষেক দাস কার্ড সমস্যায় এই ম্যাচ খেলতে পারবেন না। চোখে সংক্রমণ হওয়ায় টালিগঞ্জ ম্যাচে নেই শেখ সলমনও। প্রথম একাদশে জ্যাকবের জায়গায় শুরু করতে পারেন রাহুল। শুরুতেই গোল তুলে নিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়াই লক্ষ্য ডায়মন্ড হারবারের।

আরও পড়ুন-নায়ক সেই ডেভিড, শীর্ষে মহামেডান

Latest article