শ্যামাপ্রসাদের স্বেচ্ছাচারিতায় পুরসভার ক্ষতি দেড় কোটি

Must read

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারের পর একের পর এক কুকীর্তি সামনে চলে আসছে। শুধু নিজে নামে-বেনামে বেআইনিভাবে সম্পত্তি বাড়িয়েছেন তাই নয়, তাঁর স্বেচ্ছাচারে পুরসভার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিও হয়েছে। একাধিক প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগে আপাতত জেল হেফাজতে শ্যামাপ্রসাদ। তিনি পুরপ্রধান থাকাকালীন বিভিন্ন নির্মাণকাজের টাকা যে অবৈধভাবে নষ্ট করেছেন বিষ্ণুপুর রাজদরবারের উদ্যানটি তারই বড় উদাহরণ। এর জন্য পুরসভার প্রায় দেড় কোটি টাকা গচ্চা যাবে। এই জায়গাটি বেআইনিভাবে জবরদখল করে একটি উদ্যান তৈরি করেন তিন দশক আগে।

আরও পড়ুন : বিজেপি-সন্ত্রাস, আক্রান্তদের পাশে দলীয় নেতৃত্ব

জোড়বাংলা কমপ্লেক্সের প্রায় সাড়ে চার একর জায়গা সৌন্দর্যায়নের জন্য চাওয়া হয়েছিল জমির মালিক অমিতাভ সিংহদেব, গৌতম সিংহদেব, পার্থসারথি সিংহদেব-সহ অন্য শরিকদের কাছে। উপযুক্ত ক্ষতিপূরণ না মেলায় তাঁরা জমি দিতে রাজি হননি। জোর করে জায়গাটি দখল করার সময় পুরসভা ও পুলিশের কাছে অভিযোগ করেও কোন ফল পাননি। তাই হাইকোর্টের দ্বারস্থ হন ২০১৯-এ। পুরসভা সূত্রে জানা যায়, জমির মালিকের আদালতে আবেদন জানানোর পরেও লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই উদ্যান তৈরির জন্য। বর্তমান প্রশাসক অর্চিতা বিদ বলেন, আদালতের নির্দেশে এসেছে, উদ্যানটি ফেরত দিতে হবে মালিকপক্ষকে। ওঁরা চাইলে, জায়গাটি আগের অবস্থায় ফেরত দেবেন। মালিকপক্ষ জানিয়েছে, জমির অধিকার ফিরে পেলে উদ্যানটি জনসাধারণের জন্য ওঁরা খুলে দেবেন।

Latest article