ফিল্ম উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে চাঁদের হাট

সেরা ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের ছবি ‍‘লাস্ট রিহার্সাল’। এশিয়ার জন্য দেওয়া হয়েছে নেটপ্যাক অ্যাওয়ার্ড। সেরা ছবি ‍‘ব্রোকেন ড্রিম’।

Must read

প্রতিবেদন : একরাশ বিষণ্নতা। দশমীর আবহ নন্দন চত্বর জুড়ে। শেষ হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার রবীন্দ্রসদনে আয়োজিত হয় সমাপ্তি অনুষ্ঠান। বসেছিল চাঁদের হাট। ছিলেন মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব শান্তনু বসু, রাজ চক্রবর্তী, গৌতম ঘোষ, চপল ভাদুড়ী, ধৃতিমান চট্টোপাধ্যায়, মমতাশঙ্কর, সুধীর মিশ্র, অদিতি রাও হায়দারি-সহ অনেকেই। ছিলেন বিভিন্ন দেশ-বিদেশের প্রতিনিধি এবং জুরি সদস্যরাও।

আরও পড়ুন-কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজ্যসভায় সরব প্রকাশ চিক বরাইক, চা শ্রমিকদের ভূমির অধিকার দিয়েছেন মুখ্যমন্ত্রী

উৎসবে ইন্টারন্যাশনল কম্পিটিশন ইন ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে সেরা ছবির গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড পেল ইজরায়েলের ছবি ‍‘চিলড্রেন অফ নোবডি’। পরিচালক এরাজ তাদমোর। পুরস্কারের অর্থমূল্য ৫১ লক্ষ টাকা। সেরা পরিচালকের পুরস্কার পেলেন কার্লস ড্যানিয়েল মালাভে। ‍‘ওয়ান ওয়ে’ ছবির জন্য। অঞ্জন দত্তের ‍‘চালচিত্র এখন’ পেল সেরা ছবির স্পেশাল জুরি পুরস্কার। সেরা ভারতীয় তথ্যচিত্র হিসেবে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড পেল ‍‘চ্যালেঞ্জ’।

আরও পড়ুন-মানোন্নয়নে এগিয়ে শিলিগুড়ি, ৫১১ কোটির জলপ্রকল্প, ২১৮ কোটির ভূগর্ভস্থ কেবল

সেরা ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের ছবি ‍‘লাস্ট রিহার্সাল’। এশিয়ার জন্য দেওয়া হয়েছে নেটপ্যাক অ্যাওয়ার্ড। সেরা ছবি ‍‘ব্রোকেন ড্রিম’। বেঙ্গলি প্যানোরামা বিভাগে সেরা ছবির স্পেশাল জুরি অ্যাওয়ার্ড গিয়েছে অমর্ত্য সিনহার ‍‘অসম্পূর্ণ’র দখলে। সেরা ছবি রাজদীপ পাল, শর্মিষ্ঠা মাইতির ‍‘মন পতঙ্গ’। ভারতীয় ভাষায় সেরা ছবি হিসেবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেল ‍‘জোসেপস সন’। সেরা পরিচালক হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন শোনেট অ্যান্টনি ব্যারেটো।

Latest article