দোলে ভিড় উপচে পড়ল শান্তিনিকেতনে, কবে বিশ্বভারতীতে বসন্ত উৎসব

ভিড় সামলানো ছাড়াও কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য খোয়াই হাটের বেশ কিছু জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছে পুলিশ।

0
116

আজ, সর্বত্র পালিত হচ্ছে দোল উৎসব। গোটা শান্তিনিকেতন (Shantiniketan) আজ অন্য মেজাজে ধরা পড়েছে। শনিবার থেকেই এখানে পর্যটকদের ভিড় শুরু হয়ে গিয়েছে। রবিবার থেকেই তিল ধারণের জায়গা নেই ওখানে। বিশ্বভারতী এই বছরও দোলের দিন বসন্ত উৎসব উদযাপন করছে না। ক্যাম্পাসে ভিড় এড়াতেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করেছে। তবে একাধিক ওয়ার্ড কমিটিগুলিতেও দেখা যাচ্ছে বসন্ত উৎসব পালন করা হচ্ছে।

আরও পড়ুন-বাংলার সরকারি কর্মীদের জন্য এল নয়া বিজ্ঞপ্তি

সোনাঝুরি খোয়াইয়ের হাটে প্রচুর মানুষের ভিড়। ইতিমধ্যেই সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিড় সামলানো ছাড়াও কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য খোয়াই হাটের বেশ কিছু জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছে পুলিশ। পর্যটকদের সুবিধার্থে প্রশাসন এবং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে পানীয় জলের পাউচ, স্বাস্থ্য শিবির, পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে। বিশ্বভারতীতে বসন্ত উৎসব দেখতে দেশ–বিদেশ থেকে প্রচুর পর্যটক এখানে ভিড় জমাতেন। করোনাভাইরাসের প্রকোপের পর থেকে কর্তৃপক্ষ দোলের দিন বসন্ত উৎসব আয়োজন করে না। আগামী এপ্রিল মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে বসন্ত উৎসব আয়োজন করা হবে।