বাংলার সরকারি কর্মীদের জন্য এল নয়া বিজ্ঞপ্তি

এছাড়া জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্টান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারির পদের সংখ্যাও বাড়ানো হয়েছিল। সেকশন অফিসার পদের সংখ্যাও বাড়ানো হয়।

Must read

চলতি অর্থবর্ষের শেষ সময়ে এসে রাজ্যের সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও আমলা যদি যুগ্মসচিব পদে কমপক্ষে ২ বছর দায়িত্ব সামলান, তাহলেই তাঁকে পদোন্নতি দিয়ে সচিব পদে বসানোর চিন্তাভাবনা করা হবে। এদিকে যদি এই রাজ্যের কোনও আমলা উপসচিব পদে কমপক্ষে ২ বছর থাকেন তবে সেই কর্মীকে যুগ্মসচিব পদে দায়িত্ব দেওয়া যেতে পারে। এর আগে যুগ্মসচিব পদে নিযুক্ত হওয়ার সুযোগ পেতেন সেক্রেটারিয়েট কর্মীরাও। কিছুদিন আগেই অফিসার অন স্পেশাল ডিউটি এবং স্পেশাল অফিসারের পদের সংখ্যা বাড়ানো হয়। এছাড়া জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্টান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারির পদের সংখ্যাও বাড়ানো হয়েছিল। সেকশন অফিসার পদের সংখ্যাও বাড়ানো হয়।

আরও পড়ুন-দোল পূর্ণিমা উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

কয়েক বছর আগে সেক্রেটারিয়টে অতিরিক্ত সচিবের কয়েকটি পদ তৈরি করা হয়েছিল। এর ফলে সেক্রেটারিয়েট সার্ভিসে কর্মীদের পদোন্নতির সুযোগ বেড়ে যাবে। সচিবালয় সহ বিভিন্ন সরকারি দফতরে কর্মীদের পদোন্নতির যে প্রক্রিয়া বাকি আছে, সেটাও খুব তাড়াতাড়ি শেষ করার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারি আমলাদের পদোন্নতি সংক্রান্ত নিয়মবিধি পরিবর্তন করা হল।

Latest article