কৌশিকি অমাবস্যায় ভক্তের ঢল তারাপীঠে

সন্ধ্যার অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই শ্মশানে শুরু হয় যাগযজ্ঞ, তন্ত্রসাধনা। বৃহস্পতিবার ভোরে শুরু হয়েছিল পবিত্র তিথি।

Must read

প্রতিবেদন : পবিত্র কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে নেমেছিল ভক্তের ঢল। তন্ত্র মতে ও শাস্ত্রীয় রীতিতে এদিন পুজো নিবেদন করা হল মা তারাকে। নিবেদন করা হল আতপ চাল, নারকেল, ১০৮টি জবাফুল, ঘি-এর প্রদীপ এবং ঘি দিয়ে। ভোরে মায়ের শিলামূর্তিকে স্নান করিয়ে সাজানো হয় রাজবেশে। তার আগে মঙ্গলারতি। দুপুরে অন্নভোগ।

আরও পড়ুন-প্রতিবাদ ক্রীড়ামন্ত্রীর

সন্ধ্যার অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই শ্মশানে শুরু হয় যাগযজ্ঞ, তন্ত্রসাধনা। বৃহস্পতিবার ভোরে শুরু হয়েছিল পবিত্র তিথি। শুক্রবার ভোর অবধি তাই অবারিত মন্দিরের দরজা। লক্ষ লক্ষ ভক্তের ভিড় এদিন নিপুন হাতে সামলেছে পুলিশ প্রশাসন। তারাপীঠ চত্বর কার্যত মুড়ে ফেলা হয়েছিল সিসিটিভি ক্যামেরায়। শুধু তারাপীঠ নয়, সাধক বামাখ্যাপার তারা মায়ের দর্শনের এই তিথি পালন করা হয় কলকাতা সহ গোটা রাজ্যেই। আয়োজন করা হয়েছিল বিশেষ পুজো। কোথাও কোথাও তা উৎসবের চেহারা নেয়।

Latest article