প্রতিবেদন: কর্নাটকে ভরাডুবি হয়েছে বিজেপির। পিছনের দরজা দিয়ে মধ্যপ্রদেশের ক্ষমতা দখল করলেও এ রাজ্যেও আদৌ স্বস্তিতে নেই মোদি-শাহর দল। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি উঠেছে দুর্নীতির অভিযোগ। ঘটনার জেরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে সরানোর একটা চিন্তাভাবনা চলছিল। তবে কর্নাটকে দলের ভরাডুবির পর সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। দলের পরিস্থিতি যে ভাল নয়, সে বিষয়টি আঁচ করে ইতিমধ্যেই দলের একাধিক নেতা বিজেপি ছেড়েছেন। এখনও বিজেপি না ছাড়লেও ছাড়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন আরও অনেকে। রাজনৈতিক মহল মনে করছে, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই বিজেপি ছাড়ার প্রবণতা বাড়বে।
আরও পড়ুন-এ-মাসেই হতে পারে বিরোধী জোটের বৈঠক
বিধানসভা নির্বাচন এগিয়ে এলেও মুখ্যমন্ত্রী শিবরাজ ও দলের সভাপতি ভি ডি শর্মার মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। এই দুই নেতার অনুগামীরাও একে অপরের বিরুদ্ধে তাল ঠুকছেন। নির্বাচনের আগে কীভাবে এই দুই নেতাকে এক টেবিলে আনা যায় সেটাই বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বেদ প্রকাশ সিং নামে ভোপালের এক বিজেপি নেতা জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে, বিজেপির পক্ষে ক্ষমতা ধরে রাখা অত্যন্ত কঠিন। ইতিমধ্যেই বিষয়টি দলের নেতাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে তাই অনেকেই বিজেপি ছাড়তে চলেছেন। শাহডোলের এক বিজেপি নেতাও একই কথা বলেছেন।