বাংলায় পর্যটন ব্যবসার জন্য বিপুল সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারও সম্প্রতি পর্যটনকে শিল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া (Harsh Neotia) এভাবেই শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের অনুরোধ করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে তিনি (Harsh Neotia) বলেন, আমরা তাজ গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে দিঘা, সুন্দরবন, লাটাগুড়ি সহ একাধিক জায়গায় বিভিন্ন প্রোজেক্ট তৈরি করছি। এখানে প্রচুর কর্মসংস্থান হবে। মানুষ অনেক নতুন ডেস্টিনেশন পাবেন। শিল্পপতিদের উদ্দেশে তাঁর বার্তা, বাংলার দিকে তাকান। এখানে পর্যটন শিল্পে আরও জোয়ার আসতে চলেছে। আমরা বিনিয়োগ করে বুঝেছি বাংলায় অনুকূল শিল্প পরিবেশ রয়েছে। এই মুহূর্তে বিনিয়োগ ও ব্যবসার জন্য আদর্শ জায়গা হল বাংলা।
আরও পড়ুন- ২ বছরের মধ্যেই বাংলায় নয়া হাসপাতাল! বড় ঘোষণা দেবী শেঠির