২ বছরের মধ্যেই বাংলায় নয়া হাসপাতাল! বড় ঘোষণা দেবী শেঠির

Must read

বাংলা পেতে চলেছে আরও একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। মঙ্গলবার সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেবী শেঠি (Devi Shetty) ঘোষণা করেন, আগামী ২ বছরের মধ্যেই সেই হাসপাতাল তৈরির কাজ সম্পন্ন হবে। এদিনের অনুষ্ঠানে তিনি জানান, আমার একটা স্বপ্ন আছে মানুষকে ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা দিতে খুব শীঘ্রই কলকাতায় একটি মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল গড়ার। ওই হাসপাতালে হার্ট থেকে শুরু করে ক্যানসার-সহ বহু মারণরোগের চিকিৎসা হবে। ১০০০ বেডবিশিষ্ট ওই হাসপাতালে রাজ্যের সাধারণ মানুষ বিশেষ চিকিৎসা পরিষেবা পাবেন। দেবী শেঠি নিজের সঞ্চয়ের সিংহভাগ টাকা দিয়ে বাংলার জন্য দিগন্ত সৃষ্টির কথা ঘোষণা করেন এদিন। দেবী শেঠি (Devi Shetty) বলেন, ৩৩ বছর আগে একজন হার্ট সার্জেন হিসাবে কলকাতায় এসেছিলাম। তখনকার তুলনায় বাংলার স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। বর্তমানে বাংলা যে কোনও রাজ্যকে পথ দেখাবে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর জোনাথনের

Latest article