প্রতিবেদন : ২০২০ সাল থেকে মধ্যপ্রদেশে সরকারি চাকরি পেয়েছেন মাত্র ২১ জন। অথচ বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন এই রাজ্যে বেকারের সংখ্যা প্রায় ৪০ লক্ষ। ফের বিজেপি শাসিত এক রাজ্যে বেকারত্বের নগ্ন ছবি প্রকাশ্যে এল। গত তিনবছরে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছেন মাত্র ২১ জন! অথচ জনপ্রতি খরচ দেখানো হয়েছে ৮০ লক্ষ টাকা!
আরও পড়ুন-অ্যাডিনোর সংক্রমণ নেই হাওড়াতে
গত ১ মার্চ মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস বিধায়ক মেভারাম জাটভের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয় রাজ্য সরকারের তরফে। তারপরই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। অথচ গত তিন বছরে মধ্যপ্রদেশের ৫২টি জেলায় কর্মসংস্থানের অফিস পরিচালনার জন্য খরচ হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। অর্থাৎ, হিসেবমতো একজনকে চাকরি দিতে সরকারের খরচ হয়েছে ৮০ লক্ষ টাকা। চলতি বছর শেষে বিধানসভা ভোট মধ্যপ্রদেশে। তার আগে রাজ্যের এই পরিস্থিতি নিয়ে কোমর বাঁধছে বিরোধীরা। এর তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।