কেশপুর সমবায়ে বিপুল জয় দলের

Must read

প্রতিবেদন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস (TMC)। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের তোড়িয়া সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের (TMC) ৯ জন প্রার্থীই জিতেছেন। জয়ী ৯ প্রার্থীকে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই, পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ-সমবায় কর্মাধ্যক্ষ দুর্লভ ঘোষ-সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। সমিতির নবনির্বাচিত সদস্যরা জানিয়েছেন, আগামী দিনে সমবায় সমিতির মধ্যে থাকা গ্রাহকরা যাতে সঠিক পরিষেবা পান সেদিকেই আমাদের নজর থাকবে। ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, দীর্ঘদিন পর সমবায় সমিতির নির্বাচন শুরু হয়েছে, সরকারের উন্নয়নের নিরিখে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছে।

আরও পড়ুন-রবিবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মেগা বৈঠক

Latest article