রবিবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মেগা বৈঠক

Must read

প্রতিবেদন : আগামী ১৬ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে মেগা বৈঠক হবে। সেখানে সাংসদ দেব, সেচমন্ত্রী মানস ভুঁইয়া, জেলার প্রশাসনিক আধিকারিকরা থাকবেন। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি বরাদ্দের পর এই প্রথম বড় মিটিং হতে চলেছে। আর তার আগে ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) অধীন ডেবরার ৭টি গ্রাম পঞ্চায়েত নিয়ে বৈঠক হল ডেবরাতে। ২০২৪ সালের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর নদীবাঁধ ভেঙেছিল। এই এলাকাগুলিও ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তগর্ত।
আজ শুক্রবার সরকারি ছুটি। তবুও ছুটির দিনে ডেবরা ব্লক অফিসের বৈঠকে খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির-সহ সেচ দফতরের আধিকারিকরা উপস্থিত হন। প্রায় ২ ঘণ্টা ধরে চলে এই মিটিং। ডেবরার কাঁসাই নদী বাঁধ সংস্কারের পাশাপাশি একাধিক খাল মজে গিয়েছে। যেমন ভসড়া খাল, মাঝভাণ্ডার খাল মজে গিয়েছে। সেগুলিকে সংস্কার করা হবে বলেও এদিন আলোচনা করা হয়।

আরও পড়ুন- অন্ধ্রের বার্ড ফ্লু নিয়ে অযথা প্যানিক নয় সতর্ক দৃষ্টি রাখছে রাজ্যের স্বাস্থ্য দফতর

Latest article