শ্যামল রায়, নবদ্বীপ : ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই মঠ-মন্দিরে ঘেরা নবদ্বীপ ও মায়াপুরে পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় সামাল দিতে প্রচুর পুলিশ মোতায়েন করে নবদ্বীপ থানা। নবদ্বীপ ফেরিঘাট-সহ বিভিন্ন রাস্তার জনবহুল এলাকাতে ছিলেন সিভিক ও অন্য পুলিশকর্মীরা। মায়াপুরের ইসকন মন্দিরে ভিড় ছিল অনেক বেশি। এলাকার গেস্ট হাউস-হোটেল-লজে জায়গা না পেয়ে অনেককে ফিরে যেতে হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ‘জলস্বপ্ন’ প্রকল্পের সফল রূপায়ণ
তবে শীতের মরশুমে এই ভিড় দেখে নবদ্বীপের হোটেল ব্যবসায়ীরা খুশি। কারণ বেশ কিছু মাস করোনার পরিস্থিতির কারণে ব্যবসা প্রায় ছিল না। শীত পড়তেই পর্যটকদের ভিড় জমে ওঠায় অর্থনৈতিক অবস্থা অনেকটাই চাঙ্গা বলে জানান তাঁরা। করোনা পরিস্থিতির আতঙ্ক থাকলেও মানুষ ঘরে বন্দি থাকছেন না। সকলেই বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন মূলত কাছেপিঠে। তার প্রমাণ মিলল বছরের প্রথম দিন সর্বত্র মানুষের ঢল নামায়। নবদ্বীপ এবং মায়াপুরও ছিল মানুষের পছন্দের তালিকায়। তবে কোভিড বিধি মেনেই যে বেড়ানোর আয়োজন করতে হবে সে বিষয়ে কড়া নজরদারি জারি রেখেছে পুলিশ ও প্রশাসন।