মুখ্যমন্ত্রীর ‘জলস্বপ্ন’ প্রকল্পের সফল রূপায়ণ

বিজেপিশাসিত রাজ্য গুজরাত আছে চতুর্দশ স্থানে। গুজরাতে মাত্র ২৪ হাজার ৭৩টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে।

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায় : নিজের রেকর্ড ভেঙে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগে ডিসেম্বরেও ফের দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় ‘জলস্বপ্ন’ প্রকল্পে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে রাজ্যের গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সংযোগ দেওয়ার কাজ চলছে। ডিসেম্বর মাসের শেষে নভেম্বরের রেকর্ড ছাপিয়ে এবারও দেশের সেরার শিরোপা ছিনিয়ে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা।

আরও পড়ুন-স্কুলেই টিকা সোমবার থেকে

এই মাসে রাজ্যের গ্রামীণ এলাকায় ২ লক্ষ ৬৯ হাজার ৮৫৪টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। যা নভেম্বরের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। ডিসেম্বরে আর কোনও রাজ্য ২ লাখের গণ্ডি ছাড়াতে পারেনি। দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক। সেখানে ১ লাখ ৮৯ হাজার ৯০টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে অসম। সেখানে ১ লাখ ২৬ হাজার ২৮টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশ রয়েছে নবম স্থানে। সেখানে মাত্র ৫৫৮৯৫টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। রাজস্থান আছে দশম স্থানে। সেখানে মাত্র ৪৯ হাজার ৮৯টি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-করোনা চিকিৎসায় অ্যান্টিবডি থেরাপি

বিজেপিশাসিত রাজ্য গুজরাত আছে চতুর্দশ স্থানে। গুজরাতে মাত্র ২৪ হাজার ৭৩টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। শুধু ডিসেম্বর মাসেই নয়, ২০২১-এ সারা বছরে বাড়ি বাড়ি মোট পানীয় জলের সংযোগের ক্ষেত্রে দেশের প্রথম স্থানে রয়েছে বাংলা। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে গ্রামীণ এলাকায় মোট ১৫ লক্ষ ৭২ হাজার ৪০টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বাধিক। বাংলার পরই দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক।

সেখানে ডিসেম্বর পর্যন্ত ১৪ লক্ষ ১৬ হাজার ২১৮টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। তৃতীয় স্থানে থাকা বিহারে ডিসেম্বর পর্যন্ত ১৩ লক্ষ ৮৪ হাজার ২৬৬টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ওডিশা ও তামিলনাড়ু। ওডিশায় ও তামিলনাড়ুতে ডিসেম্বর পর্যন্ত জলের সংযোগ দেওয়া হয়েছে যথাক্রমে ১২লক্ষ ৪৭ হাজার ৭৫৭ ও ১১ লক্ষ ৮৪ হাজার ৬২২টি বাড়িতে।

Latest article