স্কুলেই টিকা সোমবার থেকে

কোথাও যাওয়ার প্রয়োজন নেই। নেই কোনও হয়রানির সম্ভাবনা। এরাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সিরা করোনা টিকা পাবে নিজেদের স্কুলেই।

Must read

প্রতিনিধি : কোথাও যাওয়ার প্রয়োজন নেই। নেই কোনও হয়রানির সম্ভাবনা। এরাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সিরা করোনা টিকা পাবে নিজেদের স্কুলেই। যার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য সরকার। আগামী সোমবার বিভিন্ন ব্লকের নির্বাচিত ৫০০টি বিদ্যালয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সি পড়ুয়াদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের উত্তর এবং দক্ষিণবঙ্গের ৩৪৪টি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকার একটি করে বিদ্যালয়ে টিকাকরণ কর্মসূচির জন্য প্রায় ২৫ হাজার স্বাস্থ্যকর্মীকে নিয়োগ করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-করোনা চিকিৎসায় অ্যান্টিবডি থেরাপি

এই বিদ্যালয় সংখ্যা আগামী দিনে আরও বৃদ্ধি করা হবে। আপাতত ৬০ লক্ষ কোভ্যাকসিন টিকা নিয়ে রাজ্যের ৪৮ লক্ষ ছাত্রছাত্রীকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সোমবার কলকাতা পুরসভার অন্তর্গত ১৬টি বরোয় ১৬টি বিদ্যালয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ কর্মসূচির সূচনা হবে। তা ছাড়া ১৬টি বরোর অন্তর্গত ১৭টি কোভিড-১৯ টিকাকরণ কেন্দ্র থেকেও কোভ্যাকসিন দেওয়া হবে।

আরও পড়ুন-এবার জিএসটি ফুড ডেলিভারিতে

মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন, “কলকাতায় মোট ৫৬৮টি স্কুল রয়েছে। প্রতিটি স্কুলে পর্যায়ক্রমে টিকাকরণ কর্মসূচি করা হবে।” এদিকে ১ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা শুরু হয়েছে। কো-উইন অ্যাপের মাধ্যমে করা যাবে নাম নথিভুক্তিকরণ। তার জন্য আধার কার্ড না থাকলেও চলবে। স্কুলের পরিচয়পত্র দিয়েও করোনার টিকা নেওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে ১৫-১৮ বছর বয়সিরা। বৃহস্পতিবার বিকেলে জেলা স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে স্বাস্থ্য ভবন। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টিকা নিয়ে বিশৃঙ্খলা এড়াতে স্কুল পড়ুয়াদের টিকাকরণ হবে স্কুলেই।

Latest article