প্রতিবেদন: শহরে ফিরেই সুপার কাপের ভাবনা কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando- MB)। সেই সঙ্গে আগামী মরশুমের দলগঠন নিয়েও নিজেদের পরিকল্পনা জানিয়ে দিলেন দলের কর্ণধার তথা ডিরেক্টরস বোর্ডের প্রধান সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। এবারের আইএসএল জয়ী কোচ জুয়ানের উপরই ভরসা রাখছে মোহনবাগান। স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, সোমবার থেকেই সুপার কাপ নিয়ে পরিকল্পনা করবেন। এপ্রিলের শুরু থেকে সুপার কাপের প্রস্তুতিও শুরু করবেন।
ট্রফি সেলিব্রেশনের মঞ্চে গোয়েঙ্কা জানিয়েছেন, চ্যাম্পিয়ন দলে কেন অযথা বদল করবেন! বুঝিয়ে দিলেন, অন্তত আরও একটা মরশুম জুয়ানই থাকছেন মোহনবাগান কোচের দায়িত্বে। শুধু জুয়ান নন, ফুটবলারদের কোর গ্রুপকে ধরে রাখতে চাইছেন গোয়েঙ্কা। বললেন, ‘‘জনি কাউকো যদি ফিট থাকে, তাহলে অবশ্যই ও দলে থাকবে। তিরিও পরের মরশুমে মোহনবাগানেই খেলবে।’’
আরও পড়ুন: মোহনবাগান থেকে সরল ATK, বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল সবুজ-মেরুনের
সূত্রের খবর, হুগো বুমোসের (Hugo Boumous) বিদায় কার্যত নিশ্চিত। তাঁর আচরণে খুশি নয় ম্যানেজমেন্ট। কোচের (Juan Ferrando- MB) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিতর্ক বাড়িয়েছেন। কেন তাঁকে ৮৬ মিনিটে তুলে নেওয়া হল, তা নিয়েই ক্ষোভ। বুমোস বলেছেন, ‘‘জানি না, কেন আমাকে তুলে নেওয়া হল। আমি সব থেকে ভাল খেলছিলাম। আরও আক্রমণাত্মক খেলা দরকার ছিল। কিন্তু কোচ ডিফেন্ডার নামালেন”!