কথা রাখলেন মানবিক মুখ্যমন্ত্রী, নিয়োগপত্র পেলেন রূপসানা

কথা রাখলেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগপত্র হাতে পেলেন শালবাড়ির সংসারের ভার একা কাঁধে তুলে নেওয়া রূপসানা পারভিন

Must read

সংবাদদাতা, কোচবিহার : কথা রাখলেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগপত্র হাতে পেলেন শালবাড়ির সংসারের ভার একা কাঁধে তুলে নেওয়া রূপসানা পারভিন। রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে নিজের অসুবিধার কথা জানিয়েছিলেন রূপসানা। অসুস্থ দিনমজুর স্বামী, তিন সন্তান। খুবই অনটনের সংসার। এ-কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রূপসানার বাড়িতে পৌঁছে যান তৃণমূলের প্রতিনিধি দল এবং জেলার আধিকারিকেরা।

আরও পড়ুন-সম্প্রীতির উৎসব রাজরাজেশ্বরী পুজো শুরু বংশবাটিতে

সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা তাঁরা যেন পান সেই বিষয়টি দেখেন। রূপসানার একটি কাজের ব্যবস্থা করা হবে বলেও কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ মতোই শুক্রবার শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রূপসানার বাড়িতে পৌঁছে তাঁর হাতে নিয়োগপত্র। তুফানগঞ্জ হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের কাগজ তার হাতে তুলে দেন তুফানগঞ্জ-২ বিডিও ডালকি লামা, তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল সুপার মৃণালকান্তি অধিকারী৷ নিয়োগপত্র হাতে পেয়ে রূপসানার চোখে জল। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ৷ মুখ্যমন্ত্রীর জন্য তাঁর পরিবার বেঁচে গেল৷

Latest article