প্রতিবেদন : লাদাখকে (Ladakh) বাঁচাতে চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রতীকী অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় অনশনে বসেছিলেন সোনম। সোমবার পাঁচদিন ব্যাপী অনশনের শেষ দিনে একটি ভিডিও আপলোড করে তিনি বলেন, আমার অনুরোধ, সমস্ত দেশবাসী যেন নিজেদের এলাকায় আমার সঙ্গে অনশন করেন। সকলে লাদাখের পাশে দাঁড়ান। তাহলে আমাদের বার্তা আরও জোরদার হবে। আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারব। উল্লেখ্য, লাদাখের প্রকৃতি বাঁচানোর ডাক দিয়ে বেশ কিছুদিন ধরেই সরব হয়েছেন সোনম (Sonam Wangchuk)। কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতায় সরব হওয়ার কারণে শুক্রবার রাতে তাঁকে গৃহবন্দি করা হয়েছে বলেও সোনম দাবি করেছেন।
আরও পড়ুন-বিবিসির তথ্যচিত্রে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টে শুনানি ৬ ফেব্রুয়ারি