প্রতিবেদন : লাদাখের সমাজ সংস্কারক সোনম ওয়াংচুক এখন দেশে একটি পরিচিত নাম। তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বলিউডে তৈরি হয়েছে জনপ্রিয় ছবি থ্রি ইডিয়টস। সেই সোনম সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন লাদাখ ভাল নেই। লাদাখের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেদিকে অনুরোধ করেছেন তিনি। কারণ সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, কেন্দ্রশাসিত এই অঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ হিমবাহের বিলুপ্তির দিকে এগিয়ে চলেছে। রবিবার সংবাদমাধ্যমকে সোনম বলেন, যদি এই ধরনের অবহেলা চলতে থাকে এবং লাদাখের সুরক্ষা সুনিশ্চিত করা না হয় তবে অচিরেই এখানকার হিমবাহগুলিও অদৃশ্য হয়ে যাবে। যার ফলে ভারত এবং প্রতিবেশী দেশগুলিতে তীব্র জলের অভাব দেখা দেবে। অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে লাদাখে শিল্প, পর্যটন এবং বাণিজ্যের বিকাশ ব্যাহত হবে।
আরও পড়ুন-ত্রুটি থাকলেও কলেজিয়াম ব্যবস্থাই সেরা বিকল্প : নরিম্যান
মোদিকে দেওয়া চিঠিতে সোনম লিখেছেন, লাদাখে সবকিছু ঠিকঠাক চলছে না। তাই লাদাখকে বাঁচাতে তিনি প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছেন। পরিবেশ-ভঙ্গুর লাদাখের সুরক্ষা নিশ্চিত করার জন্য আবেদন জানাচ্ছেন। সরকার ও গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি অনশনে বসার পরিকল্পনা করেছেন। ১৮০০০ ফুট উচ্চতায় মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে ২৬ জানুয়ারি থেকে ৫ দিনের জন্য খারদুংলা পাসে অনশনে বসবেন তিনি। ওয়াংচুক আরও জানিয়েছেন, তিনি সাধারণতন্ত্র দিবসে তাঁর বার্তাটি প্রধানমন্ত্রী মোদিকে শেয়ার করবেন এবং জনগণের কাছে পৌঁছে দেবেন।
আরও পড়ুন-১০০ ভাগ ফিট হয়েই নামতে চাই, জাদেজার দাবি
উল্লেখ্য, কাশ্মীর বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সংস্থার গবেষণা থেকে জানা গিয়েছে, মানুষের কার্যকলাপের কারণে দ্রুত গলে যাচ্ছে হিমবাহ। লে-লাদাখের হিমবাহগুলির প্রায় দুই তৃতীয়াংশ দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে। দূষণ, গাছ কেটে ফেলা এবং কার্বন নির্গমনের কারণেই হিমবাহগুলি দ্রুত ক্ষয় হচ্ছে। সোনমের দাবি, লাদাখের মতো এলাকায় মানুষের কার্যকলাপ নিয়ন্ত্রিত হওয়া উচিত। তবেই হিমবাহগুলি অক্ষত থাকবে। যা মানুষের বেঁচে থাকার জন্যও খুবই জরুরি।